"অনেকদিন পর পুরনো বান্ধবীদের সাথে দেখা "

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20250328_203235.jpg

আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। সময় কত দ্রুত চলে তাই না।স্কুল পার করে কবে কলেজ শেষ করে এখন বান্ধবীরা একেক জন একেক জায়গায়। কারো সাথে কারো আর কখনো দেখা হয় না চাইলেও। ভার্সিটিতে নতুন বন্ধু হলে স্কুল এবং কলেজের বন্ধুর মত বন্ধু কখনোই পাওয়া যায় না। সেই পুরনো শৈশবের স্মৃতি মনে পড়তেই আফসোস হয় আবার যদি ফিরে যেতে পারতাম হারানো সেই শৈশবে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আমরা চার পাঁচ জন বান্ধবি সবসময় একসাথে থাকতাম। স্কুলে যাওয়া থেকে শুরু করে প্রাইভেট সবকিছু একসাথে করতাম। এখন সেই বান্ধবীদের মধ্যে কেউ মেডিকেলে অধ্যায়ন করছে, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে তবে আমার বন্ধুদের ভিতরে ডাক্তারের সংখ্যায় বেশি। এটা অবশ্য একটা ভালো দিক ভবিষ্যতে বিনামূল্যে অনেক চিকিৎসা পাব। বান্ধবীরা যখন বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আসে ঈদের ছুটিতে বা সেমিস্টার ব্রেকে তাহলে আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন হ্যাংআউটের আয়োজন করে থাকে। এই যেমন বাইরে খেতে যাওয়া, নদীর পাড়ে পিকনিক, তারপরে আমরা সবাই সবার ভেতরের যত গল্প আছে সব শেয়ার করি। নতুন জীবনে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে কি কি নতুন অভিজ্ঞতা হচ্ছে সব তুলে ধরি বান্ধবীদের সামনে। এখনো যখন তাদের সাথে দেখা হয় গল্প করি মনে হয় সেই পুরনো দিনে ফিরে গিয়েছি। যাইহোক এইবার ঈদের ছুটিতে আমার বান্ধবীরা সবাই আমাকে নক দিয়ে বলল যেহেতু এখন রোজা চলছে তাই একটা ইফতার পার্টির আয়োজন করলে কেমন হয়। ধর আমরা সবাই মিলে বাইরে কোন একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করলাম। আমি এক কথায় রাজি হয়ে যায় কারণ সব সময় তো তাদের সাথে আমার দেখা হয় না এরকম সুযোগ মিস করতে চায়না ।

IMG_20250327_173409.jpg

সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমাদের শহরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে যাব। যেই ভাবা সেই কাজ সবাই মিলে ইফতারের ঠিক আগ মুহূর্তে সেখানে গিয়ে উপস্থিত হলাম। অনেকদিন পর সবাই সবাইকে দেখতে পেয়ে তো ভীষণ খুশি মনের ভিতরে এক অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছিল। তারপর আমরা সবাই বসলাম এবং সবাই সবার নতুন নতুন পড়াশোনার বিষয়ে গল্প নানান মজার মজার ঘটনা আমাদের মাঝে তুলে ধরছিল, আমরা বেশ উপভোগ করছিলাম। গল্প করতে করতে ইফতারের প্রায় সময় হয়ে আসলো। গল্প করতে করতে আমরা আবার প্ল্যান করে ফেললাম পরবর্তীতে আমরা সবাই আবার কবে এক হব।

কিছুক্ষণ পর আমাদের খাবার দিয়ে গেল ওয়েটার। খাবারগুলো দেখেছো খুব সুস্বাদু মনে হচ্ছিল। কিছুক্ষণ পর আমরা সবাই ইফতারি করে নিলাম। ইফতার শেষ করে ওই জায়গা থেকে বের হয়ে গেলাম।

IMG_20250329_125046.jpg

IMG_20250327_180837.jpg


এরপর আমরা বসে বসে গিয়ে সবাই মিলে কফি অর্ডার করে কফি খেলাম।খাওয়ার পরে এবার বিদায়ের পালা, কথা সত্যিই কষ্টদায়ক আবার কবে দেখা হবে তার কোন ঠিক নেই। সবাই সবার সাথে দেখা করে বিদায় নিয়ে নিলাম।
ও জীবনের বন্ধু কখনোই ভোলা যায় না।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
কভার ফটোক্যানভা অ্যাপ।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000005434.png
Your post from Team6 has been curated by @radjasalman.

 9 months ago (edited)

Comment link

1

2

3

task

IMG-20250326-WA0002.jpgIMG-20250326-WA0001.jpg
Screenshot_2025-03-29-13-21-22-804_com.twitter.android.jpgScreenshot_2025-03-29-13-41-53-552_com.coinmarketcap.android.jpg

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 9 months ago 

ভার্সিটিতে এসে আসলেই স্কুল কলেজের মত ফ্রেন্ড পাওয়া যায় না। বন্ধ পেয়ে সবাই একসাথে হয়েছেন এবং ইফতার পার্টির আয়োজন করেছেন দেখে ভালো লাগলো। আমিও ভেবেছিলাম পুরনো স্কুল ফ্রেন্ডদের সাথে একবার বের হব তবে বের হওয়া হয়নি। আপনাদের মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।