অতি লোভে তাতী নষ্ট

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা মানুষ তাই আমরা কখনোই আদর্শ হতে পারবো না। কারণ মানুষ মাত্রই ভুল। আর প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো ত্রুটি থেকেই যায়। এবং এই ভালো, খারাপ নিয়েই আমাদের জীবন এবং এসব ভালো,খারাপ নিয়েই একজন মানুষ।

মানুষ ভেদে আমাদের অন্যায়গুলো যেমন ভিন্ন হয়। ঠিক তেমনটাই মানুষ ভেদে আমাদের চিন্তাভাবনা, আমাদের কথাবার্তা, আমাদের সব কাজও ভিন্ন হয়। আর এসব ভিন্নতার মধ্যে এমন কিছু ভিন্ন মানুষ রয়েছে। যারা আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারে। এই কথাটা বলার অর্থ হলো,কিছু মানুষ দেখবেন অনেক ভালো পজিশনে থাকে। কিন্তু হুট করেই দেখবেন তারা তাদের পজিশনটা নিমিষের মধ্যে হারিয়ে ফেলে।

মুহূর্তের মধ্যেই নিজের এতো সুন্দর জায়গাটা হারিয়ে ফেলার বেশিরভাগ সময় একটা কারণেই হয়। সেটা হলো, তারা তাদের পজিশন টার ভুল ব্যবহার করে। এবং অনেক বেশি লোভ করে। যার কারণে তারা তাদের জায়গাটা অচিরেই হারিয়ে ফেলে। যেটা খুব ভয়ঙ্কর একটি ব্যাপার।
Sort:  
 last month 

লোভ মানুষকে ধ্বংস করে। আসলে মানুষ আস্তে আস্তে যত পাই আরো চাই। আমরা নির্দিষ্ট একটা জিনিসের প্রতি অবস্থান করতে পারি না। অতিরিক্ত পাওয়ার আশায় সব সময় বেশি লোভ করার চেষ্টা করি। কিন্তু অতিরিক্ত লোভ করার কারণে আমরা বর্তমান জায়গাটাই হারিয়ে ফেলি। অনেক সুন্দর মূল্যবান কথা বলেছেন।

 last month 

লোভ জিনিসটা খুবই খারাপ। কারণ একজন মানুষ লোভে পড়ে একেবারে নিকৃষ্ট কাজে লিপ্ত হতে পারে। কারণ লোভী মানুষ যদি কোনো কিছুর প্রতি লোভ করে, সেটা হাসিল করার জন্য একেবারে নিচে নামতেও দ্বিধাবোধ করে না। এমন অসংখ্য মানুষ আছে, যারা লোভ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তাই কখনোই কোনো কিছুর প্রতি লোভ করা যাবে না। সবসময় সৎ উপায় অবলম্বন করে, পরিশ্রম করে সবকিছু অর্জন করার চেষ্টা করতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 70098.52
ETH 3942.97
USDT 1.00
SBD 3.70