অতি লোভে তাতী নষ্ট

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই উক্তিটি আমরা সকলেই মোটামুটি ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছে বলা যায় শুধু শুনেই বড় হইনি এই উক্তিটা আমরা সকলেই পড়েছি এবং এটা আমাদের সবচেয়ে বেশি পঠিত একটি উক্তি হয়তো কারণ ছোটবেলা থেকেই বাংলা ব্যাকরণে এই উক্তিটা দেওয়া ছিলো একেবারে মাস্ট।

তখন হয়তো এই উক্তিটার মানেটা খুব একটা বুঝতে পারতাম না আর বুঝলেও এই উক্তিটার গভীরত্ব কতটুকু সেটা আমরা কখনোই বুঝতে পারিনি কারণ একটা বয়স পর্যন্ত এত জটিল বিষয়গুলো আমাদের মাথায় স্বাভাবিকভাবেই আসে না।

কিন্তু যখন একটু বড় হতে শিখলাম। তখন আসলে এই উক্তিটার পেছনের গল্পগুলো কিংবা এই উক্তিটার পেছনের কথাগুলো আমরা জানতে পারলাম। সত্যিই কিন্তু আমরা যদি অতিরিক্ত লোভ করি তাহলে আমাদের মোটামুটি সব কিছুই ধ্বংস হয়ে যাবে এমনকি আমরা যদি অতিরিক্ত লোভ করি সেক্ষেত্রে আমাদের যতটুকু পাওনা ছিল আমরা সেটুকুও পাবোনা এবং এই ব্যাপার গুলো একেবারেই পরীক্ষিত।

তাই যখনই আমাদের মনের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করবে তখন আমাদেরকেই আমাদের নিজেদের বুঝানো উচিত আমি বলছি না যে আমরা কেউ এখানে দুধে ধোয়া তুলসী পাতা কারণ আমরা যেহেতু মানুষ যেহেতু বিভিন্ন অনৈতিক চিন্তা আসতেই পারে কিন্তু একজন মানুষ হিসেবে সেই অনৈতিক চিন্তা কি কোন ভাবে বাড়তে দেওয়া যাবে না।
Sort:  
 29 days ago 

অতি লোভে তাতী নষ্ট শিরোনামে লেখাটি ভালো লিখেছেন। পুরোনো এই প্রবাদ বাক্যটি বর্তমান সময়েও প্রযোজ্য। এখনো আমরা দেখি অতি লোভে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে বা রাতারাতি ধনী হওয়ার লোভে অপকর্মে জড়িয়ে পড়ে সব হারিয়ে ফেলছেন। এই লোভ আমাদের নিয়ন্ত্রন করতে হবে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 29 days ago 

লোভ মানুষকে ধ্বংস করে দেয় এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ লোভে পড়ে বিভিন্ন ধরনের শর্টকাট পদ্ধতি অবলম্বন করে ধনী হতে চায়। এতে করে তারা অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। মানে ধনী হতে গিয়ে একেবারে সর্বহারা হয়ে যায়। তাই কোনো কিছুর প্রতি কখনোই লোভ করা উচিত নয়। আর পৃথিবীতে শটকার্ট বলতে কিছু নেই। সবসময় পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করার কথা ভাবতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

অতি লোভে তাঁতি নষ্ট কথাটা একদমই ঠিক।বেশি লোভের ফলে জীবনে কিচ্ছু পাওয়া সম্ভব নয়।তাই অতি লোভ করা মোটেও ঠিক নয়।ধন্যবাদ সুন্দর কিছু কথা তুলে ধরে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71138.51
ETH 3842.89
USDT 1.00
SBD 3.48