অসহায় কে আঘাত করার পৈশাচিক আনন্দ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা নিজেদেরকে মানুষ হিসেবে নম্বর দিতে গেলে হয়তো আমরা একেকজন একেবারে এক একজন, এক একজনকে একসাথে ১০০ দিয়ে দিবো। আবার অনেকে পারলে ১০০ তে নিজেদেরকে দুইশও দিতে পারি। কারণ আমরা নিজেদের কাছে নিজেদেরকে অনেক ভালো হিসেবেই মনে করি। এবং আমরা যদি মনে মনে জানিও যে আমরা খারাপ। তাও আমরা এমন একটা ভাব করি যে, আমরা নিজেদের কাছে নিজের অনেক পরিষ্কার। কিন্তু দিনশেষে আসলে সত্যটা হয় যে আমরা কেউই তেমন খুব একটা ভালোর সংজ্ঞাতে পরি ও না।

কিন্তু যতটুকু ভালো আমাদের অন্তত হওয়া উচিত। অর্থাৎ যতটুকু ভালো হতে হলে মনুষত্ব থাকতে হয়। ততটুকু ভালো অন্তত আমাদের হওয়া উচিত। কিন্তু আজকাল আমরা সেই মনুষত্বটাও হারিয়ে ফেলেছি। যেমন আমরা সব সময় যারা অসহায় তাদের উপর জুলুম করতে ভালোবাসি।

আর আমরা এই অসহায় মানুষদের উপর জুলুম করতে এতোটাই ভালবাসি যে আমরা সেই উক্তিটি বরাবরের মতোই ভুলে যাই। যে অসহায় কে কখনোই আরো অসহায় করতে নেই। কিন্তু আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি যে, আমরা তাদের উপর জুলুম করে অনেকটা পৈশাচিক আনন্দ পাই এবং যে পৈশাচিক আনন্দটা আমাদের পাপের হারকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।

আসলে অসহায় কে সব সময় সাহায্য করা উচিত। কিন্তু আমরা তো সাহায্য করি না। বরং তাদেরকে উল্টো কিভাবে কষ্ট দিতে হয় সেটাই ভাবি। আমি মনে করি এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের নিজেদের বেরিয়ে আসা উচিত। তা না হলে আমাদের পাপের সংখ্যাটা বাড়তেই থাকবে। যেটা আমাদের জন্য মোটেও ঠিক নয়।
Sort:  
 26 days ago 

বর্তমানে এটা যেন সমাজের প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে অসহায় মানুষকে আরো চুষে খায় যেখানে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা। মানুষের বিবেক প্রতিনিয়তই লোপ পাচ্ছে যার কারণে এমন অমানবিক কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছে।

 22 days ago 

প্রতিটি সমাজের বেশিরভাগ মানুষ এখন শক্তের ভক্ত নরমের যম। তারা অসহায় মানুষদেরকে নরম পেয়ে অনেক অত্যাচার করে। এটা কিন্তু মোটেই উচিত নয়। কারণ এতে করে আল্লাহ তায়ালার আরশ কেঁপে উঠে। হয়তো আল্লাহ তায়ালা সাথে সাথে বিচার করেন না,কিন্তু যারা অসহায় মানুষদেরকে অত্যাচার করে,তাদেরকে আল্লাহ তায়ালা কঠিন শাস্তি দিবেন। গভীরভাবে ভাবলে সমাজের বেশিরভাগ মানুষ এখন পশুর চেয়েও নিকৃষ্ট। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 70992.50
ETH 3860.06
USDT 1.00
SBD 3.52