আজ রাজা,কাল ফকির

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার মনে হয় এই কথাটির সাথে কেউই দ্বিমত পোষণ করতে পারবে না। কারণ সত্যিই আমাদের কার অবস্থান কখন, কোথায় গিয়ে পৌঁছাবে কিংবা আমাদের কার অবস্থা কখন কি হবে। এটা আমরা কেউই বলতে পারবো না। কারণ আমাদের অবস্থানটা সৃষ্টিকর্তা নিজেই ঠিক করে রেখেছেন এবং আমাদের ভবিষ্যৎ ও উনি নিজেই ঠিক করে রেখেছেন। তাই আমরা কে কখন কেমন থাকবো। সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। এটা মাঝেমধ্যেই আমরা ভুলে যাই। তাই আসলে একটু নিজেকেও মনে করাতে ভাবলাম, এই বিষয়টা নিয়েই আজকে লেখা যাক।

এটা নিজেকে মনে করানো সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু এটা আমরা সবসময় অন্যদেরকে মনে করাই। অর্থাৎ আজকে আমি যে ভালো অবস্থানে আছি। সব সময় যে সেই অবস্থানে থাকবো এমনটা নাও হতে পারে। এক রকম সবসময় হবে এমন কোনো কথা নেই। কিন্তু এটা আমরা যেকোনো অপকর্ম করার সময় ভুলে যাই যে, একটা দিন এমন আসবে। যেদিন আমাদেরকে আমাদের অপকর্মের জন্য জবাবদিহি করতে হবে। সেটা হোক দুনিয়ার মানুষের কাছে কিংবা সেটা হোক পরকালের সৃষ্টিকর্তার কাছে।অর্থাৎ কোথাও না কোথাও আমাদেরকে আমাদের অপকর্মের হিসেব দিতেই হবে। কিন্তু এটা আমরা কোনোভাবেই মানতে চাই না কিংবা মানলেও ভুলে যাই।

আজকের রাজা যে,সে আজীবন রাজা থাকবে। এমন যেমন কোনো কথা নেই। ঠিক তেমনটাই আজকের ফকির যে আজীবন ফকির থাকবে। এমনটাও কোনো কথা নেই। অর্থাৎ সব সময় দাম্ভিকতা প্রকাশ করা কিংবা সবসময় হীনমন্যতায় ভোগা কোনোটাই করা যাবে না। কারণ আমাদের যতোটুকু অবস্থান, আমাদের নিজেদেরকে ততোটাই অমায়িক রাখা উচিত। কারণ কখন কি হয় বা হবে সেটা আমরা কেউ জানিনা। তাই সব পরিস্থিতির জন্যে নিজেকে তৈরি রাখাটার সবচেয়ে বুদ্ধিমানের কাজ।কারণ,এমন পরিস্থিতি যেকোনো সময়েই আসতে পারে,যে কারো জীবনেই আসতে পারে।
Sort:  
 3 days ago 

এটা চিরন্তন সত্য যে কেউ চাইলে সারা জীবন রাজা থাকবে, অথবা সারা জীবন গরিব থাকবে এটার কোন গ্যারান্টি নেই।বিধাতাই ভালো জানে কে কখন কিসে পরিণত হবে। তাই অহংকার অহমিকা ছেড়ে মানুষের মতোই বসবাস করা ভালো। ধন্যবাদ দারুন একটি বিষয় নিয়ে লেখার জন্য।