অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অকাল মৃত্যু (দ্বিতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


জাফর তখন তার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকে। তখন জাফরের সেই বন্ধু জাফরকে জিজ্ঞেস করে তুই কালকে শাকিল নামের কোন ছেলেকে মেরেছিস? জাফর বলে কালকে একটা ছেলেকে একটা থাপ্পড় দিয়েছি। তবে ছেলেটার নাম জানিনা। তখন ওর বন্ধু জিজ্ঞেস করে তুই শুধু শুধু ওকে কেন মারতে গেলি? তখন জাফর বলে আমাদের গলির মাথায় দাঁড়িয়ে ও এলাকার ছেলেদের কাছে মাদক বিক্রি করছিলো। তখন জাফরের বন্ধু ওকে জিজ্ঞেস করে ওই ছেলেটাকে মেরে কি ওদের মাদক কেনা বন্ধ করতে পারবি? ওরা ওর কাছ থেকে না কিনলে অন্য কারো কাছ থেকে মাদক কিনবে। শুধু শুধু তুই মাদক ব্যবসায়ীদের সাথে ঝামেলায় জরাচ্ছিস।


workout_20240430_151246_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

তোর এসব দিকে মনোযোগ দেয়ার কোনো দরকার আছে? জাফর তখন একটু রেগে যায়। জাফর ওর বন্ধুকে বলে এলাকার ছোট ভাই গুলো এইভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমার পক্ষে মেনে নেয়া সম্ভব না। ওরা তো তোরও ছোট ভাই হয়। তুই ওদেরকে মানা করতে পারিস না? তোর তো এলাকায় বেশ ভালো প্রভাব। তুই তো মাদক ব্যবসায়ীদের কেও মানা করতে পারিস। এলাকার ভেতরে মাদক ব্যবসা না করতে। তখন জাফরের বন্ধু জাফরকে বলে দেখ বন্ধু তুই এই ব্যাপারগুলো বুঝবি না। এই ব্যাপারগুলো অনেক গভীর। তোর এর ভেতরে না আসাই ভালো। তুই একটা ভালো ছেলে। এই সমস্ত ঝামেলায় জড়ালে পরে বিপদে পড়বি।


তুই আমার ছোটবেলার বন্ধু এই জন্য তোকে আমি সতর্ক করে দিলাম। কারণ তুই যাদেরকে মেরেছিস সেই ছেলেটার কানেকশন অনেক উপরে। সে ইচ্ছা করলে তোর যে কোন একটা ক্ষতি করে দিতে পারে। যদিও আমি এবারের মতো তাকে মানা করেছি। তবে আমার কথা সে না শুনলেও আমার খুব একটা কিছু করার নেই। যার ফলে তুই একটু সাবধানে থাকিস। বন্ধুর কথা শুনে জাফর এখন কিছুটা ভয় পেয়ে যায়। সেই সাথে তার বেশ খারাপ লাগতে থাকে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এভাবে ঝামেলায় পড়তে হবে সেটা সে আগে চিন্তা করেনি।

যাই হোক তখন সে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে জাফরের মা জাফরকে জিজ্ঞেস করে তুই নাকি কালকে কোন মাস্তান ছেলেকে মেরেছিস? জাফর অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করল তোমাকে কে বলেছে? তখন জাফরের মা বলে পাশের বাড়ির ভাবি আমাকে বলেছে। এলাকার সবাই নাকি এটা নিয়ে কথা বলছে। সেই ছেলেটা নাকি খুবই খারাপ। অনেক ভয়ংকর সব লোকজনের সাথে তার মেলামেশা। তুই শুধু শুধু বাবা এই ঝামেলায় কেন জড়াতে গেলি? জাফর কিছুটা বিরক্ত হয়ে তার মাকে বলে বাদ দাও তো মা।

(চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 4 days ago 

অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জাফরতো মনে হচ্ছে বেশ বড় বিপদে পড়তে যাচ্ছে। যদিও তার বন্ধু কিছুটা সমাধান করার চেষ্টা করেছে। কিন্তু এরকম ছেলে কি বসে থাকবে নাকি। তার ব্যবসায় পথে বাধা হয়ে দাঁড়াতে যাচ্ছিল জাফর। এখন তো মনে হচ্ছে না জেনে শুনে ওই ছেলেকে মারাই তার উচিত হয়নি। যাইহোক ভালো লাগছে গল্পটি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 days ago 

জাফরের বন্ধু ঠিকই বলেছে,এসব মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্ক অনেক বড় এবং পাওয়ারফুল। তাই এসব ঝামেলায় জড়ানো মোটেই উচিত নয়। তবে জাফর তো ইতিমধ্যেই ঝামেলায় জড়িয়ে পরেছে। এই ঝামেলা থেকে মনে হয় না জাফর বের হতে পারবে। মনে হচ্ছে তারা জাফরকে একেবারে মেরে ফেলবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61467.71
ETH 3435.85
USDT 1.00
SBD 2.51