meme coin এ ভয় কিন্তু $PUSS এ আস্থা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
প্রথমেই বলে রাখি যে, আমি একেবারেই প্রফেশনাল একজন ট্রেডার নই। তবে টুকটাক ট্রেড মাঝেমধ্যেই করি। অর্থাৎ এই অনলাইন জগতের সাথে যেহেতু বেশ অনেক বছর যাবৎ যুক্ত রয়েছি।সে সাথে আপনাদের সাথেও বেশ অনেক বছর ধরেই যুক্ত রয়েছি।তো সেক্ষেত্রে আসলে মাঝে মধ্যে টুকটাক ট্রেড যে করা হয় না, তা বললে ভুল হবে। বেশ ভালো রকমের ট্রেডিং ই মাঝে মধ্যে করা হয়।
তো সে ক্ষেত্রে বলতে পারি যে meme coin গুলোর জন্য আসলে একটু ভয় কাজ করে কারণ দেখা যায় যে অনেক সময় অনেকেই scam এর শিকার হয়। অর্থাৎ অনেক প্রকারের স্ক্যাম রয়েছে। সেটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করবো।আমি একেবারে খুব সহজ ভাষায় এটাই বলবো যে, আমরা অনেক সময় এই কয়েন গুলো কিনে ধোকা খাওয়ার একটি চান্স থাকে। কারণ বড় বড় প্রজেক্ট এর কয়েন গুলোর ক্ষেত্রে আমরা যতোটা বিশ্বাস করতে পারি। meme coin গুলোর ক্ষেত্রে আমরা ততোটা বিশ্বাস হয়তো করতে পারিনা। বড় বড় কয়েনগুলো যে scam করে না তা নয়, তবে অল্প একটু তফাৎ তো রয়েছেই।
কিন্তু এই Meme coin এর উপরে ভয় থাকলেও। আমার $PUSS Coin নিয়ে কোনো ভয় নেই। অর্থাৎ $PUSS Coin কিন্তু একটি Meme coin। ভয় না থাকার একটি বড় কারণ হচ্ছে, এটা আমার বাংলা ব্লগ থেকে লঞ্চ করা প্রথম কয়েন এবং আমার বাংলা ব্লগ এ পর্যন্ত কোনো স্ক্যাম ধরনের কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না কারণ যার ফাউন্ডার এত বেশি সৎ এবং অন্যদের জন্য ভাবুক একজন মানুষ। সেখানে আসলে কোনো ভয় থাকার প্রশ্নই আসছে না। সে কারণেই আমার টাইটেলে এই ব্যাপারটি উল্লেখ করলাম এবং ভাবলাম যে এই বিষয়টি যেহেতু আমার মনে রয়েছে। সেহেতু আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। কারণ আইডিয়া শেয়ার করলে আইডিয়া সম্পর্কে সমালোচনা হবে, সে সাথে সেই আইডিয়ার ভালো দিক খারাপ দিকগুলো বের হয়ে আসবে। তো আমি আমার চিন্তাটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়ে আপনাদের ভিন্ন মতামত থাকলেও অবশ্যই জানাতে পারেন।
আমাদের পুশ এখন আর মিমি কয়েন নেই এটা ইউটিলিটি কয়েনের পরিবর্তিত হয়েছে। তাই এই কয়েন কিনে আস্থার সাথে এখন সবাই বেশি বেশি হোল্ড করতে পারবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।