পাওয়ার আপ( টার্গেট ডিসেম্বর সিজন- ৫) 10 স্টিম পাওয়ার গ্রোথ

in আমার বাংলা ব্লগ2 days ago

Concurso Scouts Power del 29de Enero al 04 de Febrero de 2024_20251220_105240_0000.png

কভার ফটো

আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ কমিউনিটি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতেই আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে #abb-powerup টার্গেট ডিসেম্বর নিয়ে পোস্ট করতে চাই। আমি ডিসেম্বর মাস আসার পূর্বে ১৭, ০০০ এসপি সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইতিমধ্যেই গত সপ্তাহে আমি তা পূরণ করেছি এবং আজকে আমি আবারও নতুন করে ছোট একটা এমাউন্ট যুক্ত করতে চাই ।

যেহেতু আমার ডিসেম্বর মাস আসার পূর্বে টার্গেট পূর্ণ হয়ে গিয়েছে তাই আমি আগামী ১১ দিনের জন্য আরও একটি টার্গেট নির্ধারণ করেছি। ফাইনাল রাউন্ড এর মাধ্যমে আমি আগামী ডিসেম্বর মাসের ভেতরে ১৭,৩০০ স্টিম পাওয়ার সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আর আমি এই ধারাবাহিকতা বজায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ।

আজকে আমি আপনাদের মাঝে ১০ স্টিম পাওয়ার আপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। চলুন ধাপে ধাপে সেগুলো দেখে আসি।

পাওয়ার আপ করার পূর্বে

Screenshot_20251220_104722_Chrome.jpg

পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে ১৩ স্টিম জমা ছিল। আমি সেখান থেকে দশ স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিলাম। তাই আমি ইস্টিম আইকন এর ওপর ক্লিক করে পাওয়ার আপ অপশন সিলেক্ট করলাম।

পাওয়ার আপ চলমান

Screenshot_20251220_104733_Chrome.jpg

এবার আমার কাছে একটি চমৎকার বক্স চলে এসেছে। চমৎকার এই স্থানে আমি এমাউন্ট বসিয়ে দিলাম এবং সেখানে ১০ বসিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর আমার অ্যাকাউন্ট এর প্রাইভেট একটিভ কি দিতে বলা হলো। আমি খুব সুন্দর ভাবে একাউন্টের একটিভ কি দিয়ে লগইন করলাম।

পাওয়ার আপ চলমান

Screenshot_20251220_104812_Chrome.jpg

এবার আমার ট্রানজেকশনটি সম্পন্ন হচ্ছিল। সম্পূর্ণ হওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিল এবং প্রায় পাঁচ সেকেন্ড পর আমার ট্রানজেকশনটি সম্পন্ন হয়েছে।

পাওয়ার আপ করার পর

Screenshot_20251220_104845_Chrome.jpg

আলহামদুলিল্লাহ, অবশেষে টার্গেট ডিসেম্বর নিয়ে আমার ১০ স্টিম পাওয়ার আপ এর কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আমি আমার ট্রানজেকশনটি সম্পন্ন করতে পেরেছে এবং আমি আমার অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছি।


পূর্বের এসপি১৭০৭৮
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি১৭,০৮৮ এসপি

প্লাটফর্মের উন্নতি করার জন্য আমাদের শক্তি প্রয়োজন। যেকোনো জায়গায় কাজ করতে গেলে আমাদের শক্তির প্রয়োজন। যেহেতু আমরা স্টিম প্লাটফর্মে কাজ করছি তাই আমাদের পাওয়ার প্রয়োজন। আমরা যদি একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে প্রত্যেক সপ্তাহে লিকুইড এমাউন্ট পাওয়ার আপ করি তাহলে এর মাধ্যমে আমাদের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি হবে। আমরা যত বেশি সক্ষমতা বৃদ্ধি করবো আমাদের শক্তি তত বৃদ্ধি পাবে এবং আমাদের অ্যাকাউন্ট তত বেশি বড় হবে। তাই নিজের অবস্থান আরো বড় করার জন্য প্রতিনিয়ত পাওয়ার আপ করা জরুরী।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 2 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।