মোবাইলের ব্যবহার এবং আমাদের জীবন ।

pexels-matheus-bertelli-799443.jpg

SRC

আসসালামু আলাইকুম

হ্যালো

@amarbanglablog

আশা করছি সকলেই সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলে সুস্থ সুন্দর এবং ভালো থাকুন সেই কামনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন সবসময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগিং।

আমি আজকে আমাদের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় বিষয় অর্থাৎ মোবাইল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেক অনেক ডিজিটাল হয়ে গেছি এখন। প্রায় প্রতিটি জায়গায় উন্নত প্রযুক্তি এবং সেই প্রযুক্তি আমাদেরকে আরো করে দিয়েছে অনেক অনেক আধুনিক। আর এই আধুনিকতার ভিড়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব ব্যবহৃত এবং সর্ব প্রধান ডিভাইস বলতে গেলে মোবাইল চলে আসে সর্বপ্রথম আমার কাছে।

আমার মোবাইল ব্যবহার শুরু হয় অনেক আগেই। বিশেষ করে আমি যখন ক্লাস সিক্স এ পড়ি সেই সময় থেকে আমার মোবাইলের ব্যবহার। ধীরে ধীরে নতুন নতুন মোবাইল এবং নতুন নতুন আধুনিকতার সময় তাদের বিবর্তনে অনেক এগিয়ে গেছে আমরা।

20220702_101006.jpg

আমাদের প্রত্যহ জীবনে যেন মোবাইল ছাড়া চলে না। বিশেষ করে আমরা এখন মানুষগুলো খুব বেশি ইলেকট্রিক ডিভাইস এর প্রতি আসক্ত হয়ে গেছি। জীবনে প্রতিটি ক্ষেত্রে এখন আমরা আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করতে সক্ষম হয়েছি শুধুমাত্র এই আধুনিকতার ছোঁয়ায়। বিশেষ করে আমাদের আধুনিক এই জীবনে মোবাইলের আগমনে অনেক কিছুই আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। বিশেষ করে এখন মানুষ খুব একটা ঘড়ি ব্যবহার করে না। টর্চ লাইট এর ব্যবহার তো অনেক আগে থেকেই উঠে গেছে। আপনাকে হিসাব রক্ষা করার ক্ষেত্রে এখন আর বাড়তি করে ক্যালকুলেটর ব্যবহার করা লাগে না। আপনি এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে কিংবা একই স্থান থেকে অন্য স্থানে যেতে চাইলে দূরত্ব নির্ণয় করতে পারেন খুব সহজেই মোবাইলের ম্যাপ এর মাধ্যমে। তাছাড়াও আমাদের এই ডিভাইস আগমনের ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্ব প্রধান উন্নত হয়েছে যোগাযোগের। আগে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠিপত্র। কিন্তু এখন আধুনিক এই যুগে মাত্র এক মিনিটে ই বিশ্বের এই প্রান্তের খবর অন্য প্রান্তে আগমন করা সম্ভব হচ্ছে। বিশেষ করে অনেক অনেক পরিবর্তন দেখা দিয়েছে আমাদের এই অসম্ভব একটি ডিভাইস এ।

তাছাড়া ও নিজের মনকে বিনোদন দেওয়ার জন্য মোবাইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে প্রতিনিয়ত মোবাইল এর মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল সাইট গুলো ভিজিট করতে পারি এবং আমরা একে অপরের খবর নিতে পারি এবং অনেক অনেক আনন্দ পেতে পারি। বিশেষ করে এক অকল্পনীয় পরিবর্তন এসেছে এই মোবাইল এর উন্নতির ফলে।
20220702_101031.jpg

তবে শুধু যেখানে সুযোগ আর সুযোগ সেখানে কিছু অসুবিধার কারণ থাকতে পারে। বিশেষ করে এই অতিরিক্ত মোবাইল চাপাচাপি করার কারণে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। যে জিনিস যত বেশি ভালো সেই জিনিসের তত বেশি ক্ষতির দিক লক্ষ করা যায়। যদিও এই মোবাইল আমাদের জীবনকে পাল্টে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে তবে এর বিপরীত কিন্তু অনেক ক্ষতি কিংবা হুমকির গুরুত্ব রয়েছে। বিশেষ করে আপনি যদি এই আধুনিকতার সময় নিজেকে হারিয়ে ফেলেন তবে চরম ক্ষতি সম্মুখীন হতে পারেন আপনি।

সুতরাং সে ক্ষেত্রে আমাদের অবশ্যই এর সীমানা অতিক্রম করা ঠিক না। ঠিক যতোটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করলে যথেষ্ট। বাড়তি কোন কিছুই ভালো নয়।

সুতরাং মোবাইল আমাদের জীবনকে যত বেশি সহজ করে দিয়েছে ঠিক ততটাই কঠিন করতে পারে এর অপব্যবহারে। সুতরাং পরিমিত আকারে আমাদের এটি ব্যবহার করা উচিত এবং আমি মনে করি এর যথাযথ ব্যবহারের মাধ্যম দিয়ে যে আমরা শুধু সুবিধা পাই এটি আমাদের জন্য এবং আমাদের আধুনিক জীবনকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়ক হবে।

Photographymobileand @pexels
DevicemobileSamsung galaxy f22
Blogger@steem-for-future
Locationgazipur bangladesh

abb.gif

@amarbanglablog

F.gif

Discord server

https://discord.gg/VtARrTn6ht

20220523_124441.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

follow @amarbanglablog for last update

Sort:  
 2 years ago 

আমাদের লাইফে মোবাইল অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখন প্রতিটা ক্ষেত্রে মোবাইল ব্যবহার করে থাকি। মোবাইল ছাড়া আমরা কোনো কিছু ভাবতেই পারি না। প্রযুক্তির অন্যতম আবিষ্কার এই মোবাইল ফোন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62937.86
ETH 3092.40
USDT 1.00
SBD 3.87