Abb-powerup: টার্গেট ডিসেম্বর সিজন ৫ এ আমার ১৫ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ13 hours ago

@muhammadakash_20251228_161730_0000.png

কভার ফটো

আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ কমিউনিটি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি চমৎকার পাওয়ার আপ নিয়ে উপস্থিত হলাম।

পুরো স্টিম প্লাটফর্মে আমার বাংলা ব্লগ একটি ব্যতিক্রমী কমিউনিটি। যেটা সব সময় ব্যবহারকারীর ভালোর উদ্যোগে কাজ করে। এরই ধারাবাহিকতায় টার্গেট ডিসেম্বর নিয়ে আমার বাংলা ব্লগ চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। মূলত চমৎকার এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চলছে।

টার্গেট ডিসেম্বর নিয়ে আমি একটি সুন্দর অ্যামাউন্ট নির্ধারণ করেছিলাম। জানুয়ারির ১ তারিখ থেকে ডিসেম্বর ৩১ তারিখ পর্যন্ত আমি ১৭,০০০ স্টিম পাওয়ার অর্জন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আগামী ৬ দিনের ভেতরে আমি আরো ৫০০ স্টিম পাওয়ার অর্জনের জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে আমি আজকে আপনাদের মাঝে ১৫ স্টিম পাওয়ার আপ করেছি। চলুন প্রথমে কার্যক্রম গুলো উপভোগ করে আসি।

পাওয়ার আপ করার পূর্বে

Screenshot_20251228_161357_Chrome.jpg

পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে ২০ স্টিম জমা ছিল। আমি সেখান থেকে ১৫ স্টিম পাওয়ার আপ করার জন্য সিদ্ধান্ত নিলাম।

চলমান

Screenshot_20251228_161409_Chrome.jpgScreenshot_20251228_161403_Chrome.jpg

এবার আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটি ব্লাঙ্ক পেজ দেওয়া হলো। আমি সেখানে খুব সুন্দর ভাবে এমাউন্ট বসিয়ে দিলাম। যেহেতু আমি 15 স্ট্রিম পাওয়ার আপ করতে চাই সে কারণে অ্যামাউন্ট 15 বসিয়ে দিলাম এবং সাবমিট করলাম।

চলমান

Screenshot_20251228_161428_Chrome.jpg

ট্রানজেকশনটি সম্পন্ন হওয়ার জন্য আমাকে আমার অ্যাকাউন্টের প্রাইভেট একটিভ কি দিতে বলা হলো। আমি খুব ভালোভাবে একাউন্টের প্রাইভেট একটিভ কি দিয়ে লগইন করলাম।

পাওয়ার আপ করার পর ;

Screenshot_20251228_161440_Chrome.jpg

আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ১৫ ইস্টিম পাওয়ার আপ এর কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আমি খুব সুন্দরভাবে আমার একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করতে পেরেছি এবং টার্গেট ডিসেম্বর নিয়ে আমি আবারও ১৫ স্টিম পাওয়ার অফ করতে সক্ষম হয়েছি। এটি আমার জন্য সত্যিই অনেক দুর্দান্ত এবং খুবই চমৎকার একটি কার্যক্রম ছিল।

পূর্বের এসপি১৭৩৯১
পাওয়ার আপ১৫ স্টিম
বর্তমান এসপি১৭৪০৬

যেকোনো প্লাটফর্মে কাজ করতে হলে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন। আর স্টিম প্ল্যাটফর্মে যত বেশি পাওয়ার আপনি তত বেশি শক্তিশালী। তাই আপনিও যদি আপনার অবস্থান আরো বেশি উন্নত করতে চান তাহলে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যান। পাওয়ার আপ করার গুরুত্ব অপরিসীম।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 hours ago 

স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটু একটু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।