জোৎস্না রাতের দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগ7 months ago


আসসালামু আলাইকুম



হ্যালো বন্ধুরা! আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনদের শুভকামনা জানিয়ে শুরু করছি একটি নতুন পোস্ট। আজ আমি আপনাদের মাঝে একটি জোৎস্না রাতের দৃশ্য আর্ট করে দেখাবো। আশা করি আমার এই আর্ট আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।


IMG_20240529_145315.jpg



প্রয়োজনীয় উপকরণসমূহ


  • রং
  • তুলি
  • সাদা কাগজ

Snapchat-1225025220~2.jpg


ধাপ: ১



আর্ট করার শুরুতে আমি সাদা কাগজটি সামনে নিলাম। এরপর একটি বাটিতে কিছু নীল কালারের রং হালকা পানির সাথে গুলিয়ে নিলাম। এরপর তুলির সহযোগিতায় কাগজের মধ্য থেকে রং নিয়ে সাদা কাগজের উপর আর্ট করা শুরু করলাম।


IMG_20240529_140952.jpg


ধাপ: ২



এরপর একটু একটু করে রং করে সম্পূর্ণ কাগজটা নীল করলাম।


IMG_20240529_141518.jpg

IMG_20240529_142302.jpg


ধাপ: ৩



এরপর নীল কাগজটার উপর সাদা রং নিয়ে একটু একটু করে ছিটিয়ে দিলাম, এগুলো তারা আঁকার জন্য। আর সাথে চাঁদ তৈরি করলাম।


IMG_20240529_143014.jpg

IMG_20240529_143204.jpg


ধাপ: ৪



তারপর কালো রঙের সহযোগিতায় কাগজের নিচ দিয়ে কিছু ঘাস একে দিলাম এবং একটি গাছ আঁকিয়ে দিলাম।


IMG_20240529_144447.jpg


ধাপ: ৫



তারপর একটু একটু করে গাছটি আঁকানো সম্পন্ন করলাম। তবে যত্ন সহকারে অংকন করার চেষ্টা করলাম,যেন কোথাও আঁকাবাঁকা না হয়ে যায়।


IMG_20240529_144803.jpg


ধাপ: ৬



তারপর কাগজের উপর অংশে নীল কালারের উপর দিয়ে একটু কালো কালার দিয়ে মেঘ আঁকিয়ে দিলাম।


IMG_20240529_145027.jpg


শেষ ধাপ:



তারপর অংকন কাজ সম্পন্ন করলাম এবং ছবিটিও সম্পন্ন হল। এরপর আমি চিত্রের ডানপাশের নিচের অংশে আমার সিগনেচার করে দিলাম। আর এভাবেই আমার কার্যক্রম সম্পন্ন হল।


IMG_20240529_145027.jpg

###

আমি এই প্লাটফর্মে নতুন। আজকে প্রথম একটি ছবি অংকন করে আপনাদের দেখলাম। আর এরই মধ্য দিয়ে ব্লগ জার্নি শুরু হল। জানিনা কতটুকু সুন্দর হয়েছে। আশা করব আপনারা আমার এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। যেন ভাল ভাল আর্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। পাশাপাশি এই কমিউনিটির রুলস মোতাবেক বিভিন্ন পর্যায়ের পোস্ট সৃষ্টি করতে পারি।


বিশেষ বিশেষ তথ্য


বিষয়আর্ট পোস্ট
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাWalton primo nf5
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি কর্মকর্তা। আমি বর্তমান ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 7 months ago 

চমৎকার এবং দৃষ্টিনন্দন পেইন্টিং গুলোর মধ্যে এটি অন্যতম। আপনি তো দেখতেছি অসম্ভব সুন্দর আর্ট করতে পারেন। আপনার তৈরি করা জোসনা রাতের দৃশ্যটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আশা করছি আগামীতে আপনি আরো চমৎকার এরকম পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটি পেন্টিং আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 7 months ago 

আপু আপনি অনেক সুন্দর করে রাতের দৃশ্য আর্ট করেছেন। আপনার দক্ষতা খুবই ভালো লেগেছে। নতুন মানুষ হয়েও আপনি কিন্তু দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। এভাবেই এগিয়ে যান এই দোয়া করি।

 7 months ago 

এই প্রথম আপনার আর্ট দেখলাম। বেশ ভালো লাগলো আপনার সুন্দর একটা পেইন্টিং দেখে। জোসনা রাতের খুব সুন্দর একটা দৃশ্য অংকন করেছেন। আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর পেইন্টিং দেখতে পারবো আশা করছি। শুভকামনা রইল।

 7 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি রাতের দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। নতুন হিসেবে খুব সুন্দর পেইন্টিং করেছেন। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 7 months ago (edited)

আপনি নতুন অবস্থায়ও খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন আর্ট টি ভীষণ সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 7 months ago 

আমি জানি আপনি আর্ট কাজে খুবই দক্ষ। আপনার জন্য শুভ কামনা করি। আশা করব খুব সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন। আপনার প্রথম আর্ট পোস্ট শেয়ার করতে দেখে অনেক ভালো লাগলো আপু।

 7 months ago 

অসাধারণ পেইন্টিং করেছেন আপনি। আপনার জোৎস্না রাতের দৃশ্য পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। সত্যিই আপনার পেইন্টিং করার দক্ষতা বেশ দারুণ। জোৎস্না রাতের দৃশ্য পেইন্টিং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

খুবই ভালো লেগেছে আপু তোমার সুন্দর এই দক্ষতা দেখে। বেশ দারুন ছবি অংকন করে দেখিয়েছো। আশা করি আরো সুন্দর সুন্দর আর্ট করে দেখাবে। আর চেষ্টা করবে ভাইয়ার সহযোগিতায় সুন্দর করে সবকিছু বুঝে শিখে নিতে।

 7 months ago 

চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি জ্যোৎস্না রাতের খুবই সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের শেয়ার করেছেন। রাতের আকাশে তারা থাকলে সেটা দেখতে এমনিতেই ভালো লাগে।