বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম,আমার প্রিয় কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার প্রিয় খাবারগুলো আপনাদের ভাল লাগবে।
আবার পছন্দের খাবারের মধ্যে একটি হলো পরোটা। পড়াটা খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে এভাবে ভাজ দিয়ে পরোটা তৈরি হলে সেই পরোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। ভাত খাবার সে আমার কাছে পরোটা দিয়ে মাংস আলু ভাজি এগুলা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আবার চা দিয়েও পরোটা খেতে খুব মজা লাগে। ছোটবেলায় আম্মু যখন রুটি বানাত রুটি বানানোর শেষে ঠিক এভাবে পরোটা বানিয়ে দিত অনেক মজা করে খেতাম।সেই দিনগুলার কথা মনে পড়লে আসলে অনেক খারাপ লাগে যে সময় কত তাড়াতাড়ি চলে যাই।
আমার পছন্দের খাবারের তালিকায় আরেকটি হলো পুডিং। পুডিং খেতে আমি খুবই পছন্দ করি। বাসায় দেখা যায় পুডিং বানালে অর্ধেকের বেশি আমি নিজেই খেয়ে ফেলি। তার কারণ আমার পুডিং খেতে খুবই ভালো লাগে। ডেজার্ট আইটেম এর মধ্যে মনে হয় পুডিং টাই খুব বেশি মজা লাগে খেতে। আবার নিজের পছন্দের খাবারগুলা রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে তো যে খাবারগুলো আমি নিজে পছন্দ করি সেগুলা রান্না করতে খুবই ভালো লাগে।
তালের পায়েস কখনো আগে খেয়েছিলাম না আমি প্রথমবারে নিজ হাতে অনেক মজা করে রান্না করেছিলাম তবে বেশ মজা ছিল তালের পায়েস। আমার কাছে মনে হয় মন দিয়ে কোন রান্না করলে যেমন টেস্ট হয় ঠিক তেমনি করে মন দিয়ে কোন খাবার যদি খাওয়া যায় সে খাবারটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আরে আমি তালের বড়া তালের রুটি এগুলা খেয়েছি তবে প্রথমবার তালের পায়েস খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। নারিকেল দিয়ে অনেক মজা করে রান্না করেছিলাম।
ইলিশ পোলাও খেতে আমার তেমন একটা ভালো লাগে না। তবে আমার বান্ধবী একদিন আমার বাসায় বেড়াতে এসেছিল সে ইলিশ পোলাও রান্না করে এনেছিল তবে আমার কাছে খেতে বেশ ভালোই লেগেছিল। উনি যাতে আমার জন্য ইলিশ পোলাও রান্না করে নিয়ে এসেছিল যার কারণে আমার খুবই ভালো লাগছিল। কেউ আমার জন্য ছোট ছোট কিছু ভালবাসা প্রকাশ করলে তার প্রতি আমার অনেক মায়া কাজ করে। তাই আমি ওর ইলিশ পোলাও খেয়ে অনেক প্রশংসা করেছিলাম।
| বিষয় | ফুড ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
| ক্যামেরা | realme note50-13mp |
| আমার লোকেশন | ঢাকা সাভার |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার। ভ্রমণ করতে আমি পছন্দ করি এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আমার একটা শখের কাজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সেই সাথে অবসর সময় ছবি আঁকতেও পছন্দ করি।আমার @sumiya23 স্টিমিট আইডির নাম








Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও আপনি অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।আপনার তোলা এইরকম ভিন্ন ভিন্ন খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।