ঔষদের খোসা দিয়ে সুন্দর একটি ফুল তৈরি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ওষুধের খোসা দিয়ে সুন্দর একটি ডাই পোস্ট। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণসমূহ
- জল রং
- তুলি
- আঠা
- কালার পেপার
ধাপ: ১
শুরুতে আমি ওষুধের খোসা গুলো ছাড়িয়ে নিয়ে সুন্দর করে লাল রং করে দিই।
ধাপ: ২
একটা একটা করে ছয়টা ওষুধের খোসা লাল রং করে দি। লাল রং করার পর দেখতে খুবই চমৎকার লাগছে।
ধাপ: ৩
তারপর এখানে আমি আরেকটি ঔষধের খোসা নিয়ে নীল কালার রং করে নিই।
ধাপ: ৪
তারপর এখানে কালো কালার কাগজের উপর সুন্দর করে টব সাথে কিছু ডালপালা আঁকিয়ে দিই।
ধাপ: ৫
ডালপালা আঁকানো শেষ হলে আঠার সাহায্যের ওষুধের খোসা গুলো সুন্দর করে লাগিয়ে দিন।
ধাপ: ৬
একইভাবে আমি সবগুলো ঔষধের খোসা লাগিয়ে দিই। তারপর সুন্দর একটি ফুল হয়ে যায়।
ধাপ: ৭
তারপর পাতা আঁকানোর জন্য দুটি ওষুধের খোসা সবুজ কালার রং করে দিই।
ধাপ: ৮
তারপর নীল কালার রং এর সাহায্য নিয়ে তিনটি ছোট সাইজের ওষুধের খোসার উপর রং করে নেই। রং করা শেষ হলে ঔষধের খোসা গুলো কাগজের উপর সুন্দর করে লাগিয়ে দিই।
শেষ ধাপ:
একইভাবে আবারও দুটি সবুজ কালার রং করে দিয়ে পাতা তৈরি আঁকানোর জন্য। তারপর সুন্দর করে পাতাগুলো আঠার সাহায্য নিয়ে লাগিয়ে দিই।
বিশেষ বিশেষ তথ্য
| বিষয় | ডাই পোস্ট |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
| ক্যামেরা | realme note50 |
| আমার লোকেশন | ঢাকা সাভার |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।
















আজকের টাস্ক সম্পূর্ণ
ঔষদের খোসা দিয়ে ফুল তৈরির বিষয়টি আমার কাছে ইউনিক মনে হলো এবং দেখতে বেশ চমৎকার হয়েছে। কালার কম্বিনেশনও যথাযথ ছিল সবমিলিয়ে পোস্টটি খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ সুন্দর বর্ণনার মাধ্যমে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি ঔষধের খোসা দিয়ে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আইডিয়া ইউনিক ছিল। এই ধরনের ইউনিক কাজ করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
যেকোনো ইউনিক কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ঔষধের খোসা দিয়ে ফুল তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি বলতে এ ধরনের ইউনিক ইউনিক পোস্ট দেখতে ভীষণ ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে যেনে অনেক ভালো লাগলো ভাইয়া।
ওষুধের খোসা দিয়ে ও এত সুন্দর ফুল তৈরি করা যায় এটা আপনার এই পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনি এখানে সুন্দর করে প্রতিটি ধাপে ধাপে বর্ণনা করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই ওষুধের খোসা দিয়ে তৈরি করা ফুলটি।
আমার কাছেও অনেক ভালো লেগেছে ভাই এই ফুলটি তৈরি করতে।
কমেন্টের শুরুতে অনেক সুন্দর একটি পোস্ট দেখতে পারলাম। এটা একটি ইউনিক পোস্ট হয়েছে। নতুন একটা বিষয় সম্পর্কে অবগত হতে পারলাম। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো। ফুলটা দেখতে বেশ চমৎকার হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার আইডিয়া দেখে তো রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আপু। ঔষুধের খোসা দিয়ে আবার এত সুন্দর ফুল তৈরি করা যায় তা জানা ছিল না। আপনার তৈরি ফুলটি চমৎকার হয়েছে আপু। পোস্টটি একেবারে ইউনিক লাগলো।আপনার এই দারুণ পোষ্টের মাধ্যমে আমরাও শিখে নিলাম কিভাবে ফেলনা জিনিস দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে ফেলা যায়। ধন্যবাদ আপু।
জি আপু আপনি ঠিক বলেছেন মাঝে মাঝে জিনিস দিয়েও অনেক সুন্দর কাজ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঔষদের খোসা কাজে লাগিয়ে দারুন ভাবে ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। বেশ কিছুদিন আগে আমিও একবার তৈরি করেছিলাম। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ আইডিয়াটা অনেক দারুন ছিল। ঔষুধের খোসা দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করে ফেললেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশনটাও চোখে পড়ার মতোই ছিল। অনেক ধন্যবাদ আপু ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ্ দারুণ তো,ঔষদের খোসা দিয়ে চমৎকার ভাবে ফুল তৈরি করেছেন। এই ধরনের ইউনিক কাজ গুলো দেখতে আমার খুব ভালো লাগে। বেশ ভালো লাগলো ডাই পোস্টটি দেখে। এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।