নাটক রিভিউ || হাড় কিপটে || ৩২ তম পর্ব

in আমার বাংলা ব্লগ18 days ago

আজ - সোমবার

১৬ বৈশাখ,১৪৩১ বঙ্গাব্দ
২৯ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। আশা করি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার রিভিউ পড়ে থাকেন এবং নাটকটি দেখেন। আমরা জানি হাড় কিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি ৩২ তম পর্ব আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20240429-144739.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔


নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ৩২ তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @banglavisiondrama চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের ৩২ তম পর্বের শুরুতে লক্ষ্য করা যায় হারাধন দত্তের ছেলে ভূপেন নতুন শার্ট প্যান্ট পড়ে বাবুগিরি হয়ে এসে তার কুলাঙ্গার বন্ধুদের সাথে পুকুর ঘাটে বসলেন। তারা বিশেষ এক মিটিং এর আয়োজন করেছিলেন। কিন্তু দেখা যায় সেই মিটিং এ নজর আলী কৃপণের ছোট ছেলে শুধু ভূপেনের জামাকাপড় নিয়েই ঝামেলা সৃষ্টি করছে। আর এতে তাদের ফুফাতো ভাই গোল্লা বেশি রাগ হয়ে বারবার উঠে চলে যাওয়ার চেষ্টা করছিল।



Screenshot_20240429-225422.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে হারাধন দত্তের দুই কুটুম এসেছে কিন্তু তারা তাদের সাথে ভালো ব্যবহার না করে, কোন খাবার জল না দিয়ে এড়িয়ে চলার চেষ্টা। কিন্তু তাদের ভাগ্নে শিবানী যে মামাদের সাথে ভালো ব্যবহার করবে তাও কিন্তু করেনি। তাই হারাধন দত্তের দুই কুটুম এসে উপস্থিত হল বন্ধু নজর আলীর বাড়িতে। নজর আলীর স্ত্রীর সাথে বেশ অনেক আলোচনা হল। কিভাবে তাদের বোন মারা গেছে সেই বিষয়ে জানতে পারলো। তার বোনের করুন মৃত্যুতে তারা খুবই কষ্ট পেল। কিন্তু হারাধন দত্ত এমন এক কৃপণ নিজের বউ অসুস্থ হয়ে পড়েছিল কখনো ডাক্তারের কাছে নিয়ে যায়নি। উনি জানতেন তার অসুস্থ বউ যদি হায়াত থাকে বেঁচে যাবে আর যদি হায়াত না থাকে মরে যাবে অযথা ওষুধ কিনে টাকা খরচ করে লাভ নেই। আর তার এমন পাষাণ অনুভূতি জানতে পেরে দুই ভাই খুবই কষ্ট পেল। তবে এদিকে নজর আলীর বউকে হারাধনের দুই কুটুম বড় বোন সম্বোধন করে কথা বলে। তাই বলে এই দুই ভাইকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলেন নিজের বাড়িতে ডেকে। উনার এই সুন্দর ব্যবহারে আত্মীয় দুইটা খুবই খুশি হলেন।



Screenshot_20240429-230433.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে গোল্লা খুব সুন্দর একটি প্যাচ লাগিয়েছে তার নজর আলী মামার কাছে। সে খুব সুন্দর করে ভাঙ্গিয়ে বহর আলীর নামে মামার কাছে মিথ্যা বলেছে। গোল্লা তার মামাকে বলেছে বহরের কাছে 1000 টাকা তারও বেশি টাকা রয়েছে। এদিকে নজর আলী এমন কথা শুনে বহরের উপর সন্দেহ পোষণ করেছেন। কারন সে জানে যদি টাকা থাকতো তাহলে জমি কিনতে পারতো কিন্তু বহর গোপনে গোপনে এত টাকা জমাচ্ছে আমার কাছে না জানিয়ে। এজন্য তো আর খারাপ লেগেছে আরো বেশি। এই সমস্ত কথা শুনে বহর আলী সত্যি খুবই কষ্ট পেল এবং রেগে উঠলো। তোর দ্রুত তার আব্বার কাছে জানতে চাইলো কে এমন মিথ্যা বলেছে। সজ্ঞানে বুঝে ফেলল এগুলা গোল্লার কাজ হবে।



Screenshot_20240429-231356.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে ভূপেনের দুই মামা যখন বুঝে গেছে তার বোনকে ডাক্তারের কাছে না নিয়ে দিনে দিনে তিলে তিলে মারা হয়েছে, এর জন্য তারা কঠিন ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে। কিন্তু বোনের মেয়ের শিবানী সব সময় তার বাবার পক্ষে। তার দূর আচরণ দুই মামাকে খুব কষ্ট দিয়েছে। সে যে তার বাবার মত কৃপণ হয়েছে এটা কিন্তু মোটেও জানা ছিল না তার দুই মামার। দুই মামা এখন মুখোমুখি হতে চায় হারাধন দত্তের সাথে। কিন্তু হারাধন দত্ত কিছুতেই তাদের সামনে আসে না। এদিকে শিবানী তার মামাদের সাথে খারাপ আচরণ করে চলছে।



Screenshot_20240429-231655.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নজর আলী কৃপণের দুই কুলাঙ্গার ছাওয়াল প্রেম করেছে অনেক আগে। ছোটটা কথা বলে ফেলেছে মেয়ের বাবার সাথে। মেয়ের বাবা বলে দিয়েছে তার মা অথবা বাবা এসে প্রস্তাব রাখুক তখন চিন্তা ভাবনা করবে। তাই নজর আলীর ছোট ছেলে রান্নাঘরে এসে উপস্থিত হয়েছে তার মায়ের কাছে। অনেক মিনতি করে বোঝালেন যেন তার মা প্রেমিকার বাবার সাথে কথা বলে। এতে দেখা যায় একটি পর্যায়ে তার মা রাজি হয়।



Screenshot_20240429-231921.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


বহর বুঝে গেছে গোল্লা তার মামার কানে প্যাঁচ লাগিয়ে কথা বলেছে এবং বাবা ছেলের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সেই প্রতিবাদে এসে উপস্থিত হয়েছে গোল্লার কাছে। কিন্তু তার বড় ভাই কিছুতেই এই বিষয়গুলো বুঝতে পারেনা গোল্লার সাথে যুক্ত হয়ে। এদিকে তারা যে ডাব চুরি করে খেয়েছে একথাও বহর পূর্বে ধারণা পেয়েছে ও জেনেছে এবং সেখানে প্রতিবাদের মধ্যে বলে বসেছে। অবশেষে বহর গোল্লা কে সাবধান করে গেল। আর ঠিক এভাবেই এই পর্বের সমাপ্তি।

Screenshot_20240429-232319.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

হারকিপটে নাটকের ৩২ তম পর্বে দুইটা বিষয় বেশি লক্ষণীয়। যেখানে হারাধনের বাড়িতে দুইটা কুটুম এসেছে কিন্তু তারা এখন পর্যন্ত ঠিক ভাবে জল পানির দেখা পেল না। বরং তাদের খাবার দেওয়ার ভয়ে বিভিন্ন উপোষের কথা বলে তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেরই ভাগ্নে শিবানী। আর এদিকে নজর আলী কৃপণের বাড়িতে তার ভাগ্নে গোল্লা সব সময় প্যাচ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার কৌশল অবলম্বন করেছে। এই পর্বের সবচেয়ে সুন্দর অভিনয় করেছে নজর আলী কৃপণের স্ত্রী। সে খুব সুন্দর ভাবে আত্ম দুজনার মাঝে তাদের বোন মারা যাওয়ার বিষয় উপস্থাপন করেছে। এদিকে ছোট ছেলেকে সান্ত্বনা স্বরূপ বুকের পাশে রেখে স্নেহের সাথে কথা বলেছে। তবে নাটকের সুন্দর চরিত্র ছিল গোল্লা, বহরালী আর নজর আলী। নাটকের অভিনয় কৌশল আমার কাছে অনেক ভালো লাগলো। একদিকে কৃপণতার কারণে আত্মীয়র বন্ধন ছিন্নের দিকে চলে যাচ্ছে। আরেক দিকে কৃপণদের কৃপণতা বেড়ে চলেছে।
ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

আলী কৃপণের দুই ছেলে প্রেম করেছে অনেক আগেই। ছোট ছেলে মেয়ের বাবাকে অনেক আগেই বলে দিয়েছি মেয়ের বাবা বলেছে তার মা অথবা বাবা এসে যেন কথা বলে। হারকিপটে নাটক হয়তো আমরা সকলেই দেখেছি। আবারো নতুন করে আপনার পোষ্টের মাধ্যমে কথাগুলো মনে পড়ে গেল ধন্যবাদ ভাইয়া।

 17 days ago 

হ্যাঁ তাদের প্রেম সাকসেস হচ্ছে না

 17 days ago 

হাড় কিপটে নাটকটার রিভিউ পোস্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আপনি অনেক সুন্দর করে এই নাটকের প্রত্যেকটা পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। দেখতে দেখতে এই নাটকের ৩২টা পর্ব শেষ হয়ে গিয়েছে। গোল্লা তো দেখছি প্রতিনিয়ত প্যাচ লাগাতেই ব্যস্ত। তবে তারে এসে তাকে সাবধান করে দিয়ে ভালোই করেছে। এখন দেখা যাক তাকে সাবধান করার পর সে সাবধান হয় কিনা। আশা করছি পরবর্তী পর্বে বিষয়গুলো জানতে পারবো। পরবর্তী পর্বের রিভিউ পড়ার অপেক্ষায় থাকলাম।

 17 days ago 

সুযোগ করে নাটকটা দেখবেন ভালো লাগবে

 17 days ago 

হাড়কিপটে নাটকের 32 তম পর্বটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলেই নাটকটি অত্যন্ত হাস্যকর একটি নাটক। নাটকটির অভিনয় অতি চমৎকার। বিশেষ করে চঞ্চল চৌধুরীর কিপটেমি অভিনয় আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। যাহোক অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 17 days ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 17 days ago 

হাড় কিপটে নাটক আমার কাছে খুবই ভালো লাগে। বহুদিন আগে আমি এই হাড় কিপটে নাটক দেখেছিলাম। হাড় কিপটে নাটকের যারা অভিনয় করেছেন তারা খুবই সুন্দর অভিনয় করেছেন। তবে এই নাটকে নজর আলী অনেক মজার একটি চরিত্র । আমার কাছে খুবই ভালো লাগে। আসলে হাড় কিপটে হতে হলে এমনটাই হওয়া উচিত।

 17 days ago 

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো

 17 days ago 

সু স্বাগতম ভাই।

 17 days ago 

হারকিপটে নাটক টা আমি বেশ কয়েকবার দেখেছি। একটুও বিরক্তি আসে নাই আমার। গোল্লা প‍্যাচ লাগালেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় বহর এতো টাকা পেল কোথায়?? আর কানাই বলাই মামার সাথে হারাধন দও যে ব‍্যবহার করছে সেটা আর কী বলব। ভুপেনের বাবুগিরি ড্রেসটা কিন্তু বেশ ছিল। দারুণ রিভিউ করেছেন এই পর্বটার। ধন্যবাদ আপনাকে ভাই।

 17 days ago 

নাটকটা নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। গোল্লার প্যাচ ওই জায়গায় কিন্তু নজর আলী কৃপণ বুঝতে পারছে না তার ছেলের কাছে টাকায় বাঁচবে কোথা থেকে। কারণ কৃপণতা সে অন্ধ হয়ে গেছে।

 17 days ago 

আমার প্রিয় একটা নাটক আপনি রিভিউ করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে মনে হয় যেন হারকিপটে নাটক বাংলাদেশের জনপ্রিয় একটা নাটক। যখনই মন চায় এই নাটকটা দেখতে শুরু করে দেই।

 16 days ago 

হ্যাঁ বাংলাদেশের জনপ্রিয় নাটকের একটি হাড় কিপটা নাটক।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 65454.89
ETH 2948.91
USDT 1.00
SBD 3.69