গান কভার || দূরে কোথাও আছি বসে || শিল্পী: তৌসিফ

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম



বিনোদন পর্বে স্বাগতম

কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার প্রিয় শিল্পী তৌসিফ এর সুন্দর একটি গান কভার নিয়ে। আশা করি আমার কন্ঠে এই জনপ্রিয় গানটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে বিস্তারিত জেনে গানটা শোনা যাক।


Picsart_24-10-23_10-27-55-376.jpg

Editing the picture with picsart


গানের তথ্য


Song : Dure Kothao
Singer : Tausif
Album : Onnesion
Lyric : Juwel Mahmud
Tune : Tofy Rynar
Label : Agniveena

কন্ঠ:
Sumon09


গান


দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদোয়া
এ লগনেও এলেনা

অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

নীলাচল নির্মল হাওয়া
এ লগনেও এলেনা
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা

ভাল যদি বাস তুমি আমাকে
ছুটে চলে আসোনা

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে


গানের লিঙ্কঃ ইউটিউব চ্যানেল


গান আমাদের কাছে অনেক প্রিয় বিনোদন। যত প্রকার বিনোদন রয়েছে তার মধ্যে গান অন্যতম। ঠিক তেমনি গান গাইতে যেমন ভাল লাগে গান শুনতে ভালো লাগে। ভালোলাগার গানগুলোর মধ্যে, তৌসিফের এই গানটা আমার খুবই ভালো লাগে। দীর্ঘদিন ধরে এই গানটা আমি শুনে আসছিলাম। অনেক ইচ্ছা ছিল নিজ কন্ঠে আপনাদের মাঝে গানটা পরিবেশন করব। অনেকদিন ধরে আশা করার পর আজকে আপনাদের মাঝে পরিবেশন করতে পারলাম। জানিনা কতটুক সুন্দর ভাবে নিজের কন্ঠ দিতে পেরেছি এই গানে। তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি একটু সুন্দরভাবে গাওয়ার জন্য। খালি গলায় যখন গানটা গাওয়ার চেষ্টা করি বেশ ভালই লাগে কিন্তু রেকর্ড করার সময় যেন একটু কেমন টা হয়ে যায়। কারণ পরিবারে অনেকের কথা চেঁচামেচি কে অতিক্রম করে দ্রুত গাওয়ার চেষ্টা করতে হয় তাই। যাই হোক এই গানটা আমার ফেভারিট গানের তালিকায় অন্যতম। কতটা সুন্দরভাবে যেতে পেরেছি অবশ্যই আপনার আমাকে জানাবেন। আপনারা উৎসাহ দিলে আমি গান গাইতে সক্ষম হব।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png


পোস্টের বিবরণ


গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appspixelLab, InShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর
দেশবাংলাদেশ


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 last year 

বাহ ভাইয়া আপনি আজকে একটি দারুন গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আমার কাছে খালি গলায় গাওয়া গান গুলো অনেক বেশি ভালো লাগে। আপনি খালি গলায় বেশ দারুন ভাবে গান টি গাইছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য।

 last year 

ভালো লেগেছে জেনে খুশি হলাম

 last year 

দূরে কোথাও আসো বসে হাত দুটো দাও বাড়িয়ে- কি সুন্দর কথা গুলো। এক সময়ে বেশ শুনতাম গানটি। আমার কাছে কিন্তু দারুন লাগে। আপনি বেশ সুন্দর করে আপনার সাবলীল কন্ঠে গানটি তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ।

 last year 

হ্যাঁ গানটা অনেক ভালো

 last year 

বাহ মামা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি গান কভার শেয়ার করেছেন। অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনতে পেতে আমার কাছে বেশ ভালো লাগলো। তৌসিফ এর গানগুলো সব সময় আমি শুনে থাকি বেশিরভাগ সময় যখন মন খারাপ থাকে তখন শুনে থাকি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এই গানগুলো শুনে থাকো জেনে খুশি হলাম

 last year 

ভাইয়া আপনি তৌসিফের জনপ্রিয় একটি গান কভার করেছেন। একটা সময় এই গান অনেক চলেছিল। আমার কাছেও এই গান শুনতে অনেক ভালো লাগে। আপনার অনেক দিনের ইচ্ছে ছিল এই গান নিজের গলায় গাইবেন। নিশ্চয়ই আজ সেই ইচ্ছে পূরণ হয়েছে। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 last year 

আপু অনেকদিন ধরে আশা ছিল গানটা শেয়ার করব

 last year 

তৌসিফের গানের কথা সত্যিই মনে পড়ে গেল আপনার আজকের পোস্টটা দেখে। তৌসিফের প্রত্যেকটা গান আমার অনেক পছন্দের ছিল। বিশেষ করে এই গানটা অনেক বেশি ভালো লাগতো। তবে অনেকদিন ব্যস্ততার জন্য গান শোনা হয় না। আপনার কন্ঠে আজকে গানটা শুনতে পেরে খুবই ভালো লাগলো।

 last year 

মাঝে মাঝে চেষ্টা করবেন গান শোনার মন ভালো থাকবে

 last year 

তৌসিফ এর এই গানটি আমার খুবই পছন্দ। এই গানটি আমি কভার করে অনেকদিন আগে শেয়ার করেছিলাম। আপনার কন্ঠে এই গানটি শুনে খুব ভালো লাগলো। দারুণভাবে গানটি কভার করেছেন ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জেনে ভালো লাগলো গানটা আপনিও কভার করেছিলেন

 last year 

আপনার কন্ঠে প্রতিটি গান আমার কাছে অনেক ভালো লাগে। অনেকদিন পরে আপনার কন্ঠে একটি গান শুনতে পেরে অনেক খুশি হলাম । গানটি আমার কাছে এক সময় অনেক ভালো লাগতো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গান কভার করে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য।

 last year 

এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকলে ইনশাল্লাহ খুব শীঘ্রই গান নিয়ে আসতে পারবো

 last year 

অবশ্যই ভাই সব সময় আপনার পাশে আছি।

 last year 

এই গানটা আগে কখনো শোনা হয়নি। বেশ ভালো লাগলো পুরো গানটা শুনে। গানের কথাগুলো বেশ চমৎকার। খুব সুন্দরভাবে পুরো গানটা কভার করেছেন আপনি। আপনার কন্ঠে দারুন লাগছিল এই গানটা শুনতে। ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জনপ্রিয় গান আপনি শোনেন নাই

 last year 

এই গানটা যেন পুরো একটা প্রজন্মকে উপস্থাপন করে। অসাধারণ একটা গান। বলতে গেলে একা যখন থাকা হয় এটা যেন পারফেক্ট সঙ্গী। চমৎকার কভার করেছেন গানটা ভাই। বেশ লাগল আপনার কন্ঠে। সত্যি অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।