হয়তো এই কথাটা শুনে খুশি হবেন গোল্লাছুট খেলা আমার খুবই প্রিয় ছিল। আর সব সময় গোল্লাছুট খেলায় আমি রাজা হতাম। যেহেতু অনেক দৌড়াতে পারতাম। আর আমি যে টিমে থাকতাম সেই টিম সব সময় জিতে যেত বলেই আমাকে নিয়ে দুই পক্ষ টানা হাসরা করতো। অতীতের সেই দিনগুলো স্মরণ করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। খুবই খুশি হলাম সুন্দর এ ব্লগ পড়ে।
বাহ্ ভাইয়া জেনে ভালো লাগলো যে, আপনি গোল্লাছুট খেলায় রাজা হতেন। তখন যদি আপনার সাথে আমার পরিচয় থাকতো তাহলেতো আমিও আপনাকে আমার দলে নিয়ে নিতাম।ধন্যবাদ ভাইয়া আপনাকে বেশ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।