আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ৩ এপ্রিল- 2022

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

Amar_Bangla_Blog_logo.jpg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না।বরাবরের মতো এ সপ্তাহেও এমন কোন ইউজার পাইনি যারা দুটির কম ভোট পেয়েছেন, প্রত্যেকেই মোটামুটি কমবেশী ভালই সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে ইউজারদের এঙ্গেজমেন্ট মোটামুটি ভালোই দেখলাম, ৩/৪ জন ছাড়া সকলেই নিয়মিত পোস্ট করছেন। এ সপ্তাহে শুধুমাত্র দাদার বিশেষ বিবেচনায় @nazmul-sakib এবং
@sadiahaque কে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।তারা দুজন shy-fox থেকে সপ্তাহে ১/২ টি ভোট পাবে।


সময়কাল : ২৪ মার্চ ২০২২ থেকে ৩০ মার্চ ২০২২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ৪ এপ্রিল ২০২২ থেকে ৭ এপ্রিল ২০২২

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্ট


ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইল
০১https://steemit.com/@nazmul-sakib/posts
০২https://steemit.com/@sadiahaque/posts

যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো যে কোনো ধরণের সাজেশন্স গ্রহণীয় ।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
UpvoteBank
Your upvote bank
__2.jpgThis post have been upvoted by the @UpvoteBank service. Want to know more and receive "free" upvotes click here
 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত খুব ভালো একটা উদ্যোগ এর সাথে থাকার জন্য, এবং আপনার পোস্টটি দেখতে অনেক ভালো লাগে কেননা সুবিধাবঞ্চিত ইউজারদের লিস্ট সবার সাথে তুলে ধরেন।আবারো ধন্যবাদ আপনাকে

 4 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

আপু আপনি খুবই সুন্দর একটি দায়িত্ব ও সুনির্দিষ্ট নিয়ম শৃংখলার মাধ্যমে স্বচ্ছতার একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, এ রিপোর্ট আমাদের কে স্মরণ করিয়ে দেয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ সমান ও সমতার অধিকার পেয়ে থাকি। শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য।

 4 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

প্রত্যেক সপ্তাহের মতো আপনার এ সপ্তাহের রিপোর্ট টি ও আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। এই উদ্যোগটি সত্যি অসাধারণ একটি উদ্যোগ। আশা করি এই উদ্যোগটির ফলে সবাই অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপু এত সুন্দর করে সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 4 years ago 

আপু এই একটি পোস্ট করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। আমাদের জন্য এতটা সময় দিয়ে থাকেন সত্যিই চির কৃতজ্ঞ। যার এখনো এই লিস্টে নাম রয়েছে তাদের বলব ভাল মতন কাজ করে যেতে কারণ ভাল মতন কাজ করলে অবশ্যই আশা করি এ লিস্টে কারো নাম থাকবে না ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 4 years ago 

আপনার এই কাজ কে সাধুবাদ জানাই। দারুন নজর রাখেন সব মেম্বারদের উপর সত্যিই খুব ভালো ব্যাপার। আরে রিপোর্টটি নির্ভুল এবং নির্ভেজাল একটি। যারা এই সপ্তাহে উপেক্ষিত ছিল তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা কে ও আপনাকে বিষয়টি নজরে আনার জন্য। সাধুবাদ জানাই আপনাদের উদ্যোগকে।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 4 years ago 

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর নিখুঁত ভাবে সাপোর্ট বিহীন ইউজারদের খুজে তাদের সুযোগ করে দেওয়ায়। বিষয়টি যা আমার কাছে অনেক ভালো লাগে ।এভাবেই যেন ভবিষ্যতে চলমান থাকে সেটাই কামনা করি।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০২ জন অনেক কম। সবাই ভালো সাপোর্ট পাচ্ছে। সবার জন্য শুভ কামনা রইলো।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অনেক সুন্দর একটি উদ্যোগ। যারা সাপোর্ট পায় না তাদের লিস্ট করা। এতে তারা আরো কাজ করার উদ্দীপনা পায়। আপনার কাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।