ক্রিয়েটিভ রাইটিংঃ প্রকৃত বন্ধুত্ব এমনই হয়।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২৫ জুলাই বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।

হ্যালো বন্ধুরা........

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট লিখে শেয়ার করার সিদ্ধান্ত নিই।যেমন ভাবনা তেমনি কাজ।তাই আর দেরি না করে লেখা শুরু করে দিই।লেখালেখির কাজ করতে বরাবরই আমার অনেক ভালো লাগে।সময় সুযোগ পেলেই লেখালেখির কাজ শুরু করে দেই। আমার বাংলা কমিউনিটিতে অনেকেই ক্রিয়েটিভ রাইটিং পোস্ট লিখে শেয়ার করে থাকেন। তাদের লেখাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তাদের ক্রেতিভ রাইটিং গুলো দেখে আমি অনেক উৎসাহিত পাই।আশা করি আমার লেখা ক্রিয়েটিভ রাইটিংটি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


friendship-6126262_1280.jpg

Source

প্রকৃত বন্ধু

আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আলোকবর্তিকার মতো এসে আমাদের অন্ধকার পথকে আলোকিত করে দেয়। তারা আমাদের সুখের মুহূর্তে সঙ্গী হয়, দুঃখের সময়ে পাশে দাঁড়ায়, আর জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে আমাদের হাতে হাত রেখে এগিয়ে যেতে সাহায্য করে। এদেরই আমরা বন্ধু বলে ডাকি।

বন্ধুত্ব এক অমূল্য রত্ন, যার কোনো মূল্যায়ন করা সম্ভব নয়। কোনো বিশেষ দিনে বা সময়ে নয়, বন্ধুত্ব প্রতিদিনের এক বিশেষ উপলব্ধি। বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন একেকটি স্বর্ণালী স্মৃতি। স্কুলের সেই প্রথম দিন থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে বন্ধুরা আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে।বন্ধু মানেই শুধু হাসি-ঠাট্টা আর মজার মজার কথা নয়, বন্ধু মানেই একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর নির্ভরতা। জীবনের কঠিন সময়ে যখন সবার কাছ থেকে দূরে চলে যাই, তখন একমাত্র বন্ধুই এসে আমাদের মনের কথা শোনে, আমাদের কাঁধে হাত রেখে বলে, "চিন্তা করিস না, আমি আছি তোর পাশে।

বন্ধুত্বের আরেকটি বিশেষ দিক হলো এর নিরলসতা। বন্ধুদের মধ্যে কোনো শর্ত থাকে না, থাকে না কোনো প্রত্যাশা। তারা শুধু আমাদের ভালোবাসে, আমাদের সুখী দেখতে চায় আর আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকতে চায়।

আমাদের জীবনে এমন অনেক কিছু থাকে যা আমরা পরিবার বা অন্য কারও সঙ্গে শেয়ার করতে পারি না। কিন্তু বন্ধুর সঙ্গে সহজেই শেয়ার করা যায়, কারণ বন্ধুরা আমাদের ভালো-মন্দ সবকিছুই জানে এবং বোঝে। তারা আমাদের ভেতরের মানুষটাকে চিনে,বন্ধুত্বের এই সুন্দর সম্পর্ককে সযত্নে লালন করতে হয়। আমাদের বন্ধুরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তারা আমাদের শক্তি, আমাদের সাহস, এবং আমাদের আশা। প্রতিদিনের যান্ত্রিক জীবনের নানা ঝামেলার মধ্যে বন্ধুরাই আমাদের সেই স্বস্তির নিঃশ্বাস দেয়।

বন্ধুরা আমাদের জীবনের সুখ-দুঃখের সাথী। তারা আমাদের হাসির কারণ, আবার কান্নার সাক্ষীও। তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের জীবনের স্মৃতিগুলোকে আরো মধুর করে তোলে। যখন আমরা কষ্টে থাকি, বন্ধুদের সঙ্গে কথা বললেই যেন সব কষ্ট মুছে যায়। তাদের সঙ্গে কফির কাপে এক চুমুক বা সারারাত গল্প করার মজাই আলাদা।

বন্ধুত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তরিকতা। সত্যিকারের বন্ধুত্বের কোনো ভান থাকে না, কোনো আড়াল থাকে না। তারা আমাদের সবকিছুই জানে এবং মেনে নেয়। বন্ধুরা আমাদের নিয়ে যেমন গর্ববোধ করে, তেমনই আমাদের ভুলগুলোও শোধরানোর জন্য সাহায্য করে।
বন্ধু মানেই নির্ভরতা। জীবনের প্রতিটি সমস্যার সমাধান হতে পারে বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা। তারা আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায়। আমাদের ভুল সিদ্ধান্ত থেকে সরিয়ে এনে সঠিক পথে নিয়ে যায়। প্রকৃত বন্ধুত্ব সময়ের পরীক্ষায় টিকে থাকে। যখন চারপাশের সবাই দূরে সরে যায়, তখন একমাত্র বন্ধুরাই আমাদের পাশে থাকে। বন্ধুত্বের এই বিশেষ সম্পর্ককে সম্মান করুন। আপনার বন্ধুকে জানান যে আপনি তাকে কতোটা ভালোবাসেন এবং তার উপস্থিতি আপনার জীবনে কতোটা গুরুত্বপূর্ণ।

জীবনের প্রতিটি মূহূর্তে বন্ধুত্বের সোনালী স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখুন। আপনার বন্ধুকে সময় দিন, তার কথাগুলো মন দিয়ে শুনুন, এবং তাকে বুঝতে চেষ্টা করুন। বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করতে যত্ন নিন এবং এই বিশেষ সম্পর্ককে আরো গভীর করে তুলুন।


মূলভাব

বন্ধুত্ব হলো জীবনের এক অমূল্য রত্ন যা আমাদের সুখ-দুঃখের সাথী। প্রকৃত বন্ধুত্ব নির্ভরতা, আন্তরিকতা, এবং নিরলস ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠে। বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মধুর করে তোলে এবং সবসময় পাশে থাকে। জীবনের প্রতিটি সমস্যায় বন্ধুদের সহযোগিতা ও সমর্থন আমাদের সঠিক পথে নিয়ে যায়। বন্ধুত্বের এই সুন্দর সম্পর্ককে সম্মান করে, যত্ন নিয়ে লালন করা প্রয়োজন, কারণ বন্ধুরাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Sort:  

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে গল্প করা, এইগুলো এখন অনেক মিচ করি। ভালোবাসি বন্ধুরা, অনেক অনেক ভালোবাসি।

 2 months ago 

বন্ধুদের সাথে কাটানোর দিনগুলো সত্যি ভোলার নয়। বন্ধুদেরকে বড্ড মিস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

ধন্যবাদ আপু

ছোট বেলায় বন্ধুদের সাথে কতো দুষ্টামি করেছি।এখন সময়ের সাথে সাথে সবাই আলাদা হয়ে গিয়েছি।

 2 months ago 

জি আপনি ঠিকই বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

প্রকৃত বন্ধু সেই যে সুখে দুখে পাশে থাকে সবসময়। জীবনের যত দুঃসময় আসুক না কেন
পাশে থেকে সাহায্যে হাত বাড়িয়ে দেয় যে সেই আমাদের প্রকৃত বন্ধু। বন্ধু আমাদের জীবনকে মধুময় করে তোলে। যে কথাগুলো বাবা মার সঙ্গে শেয়ার করা যায় না কিন্তু বন্ধুর সাথে শেয়ার করা যায়। একটি ভালো বন্ধুর সংস্পর্শে
আরেকজন ভালো হয়ে যায়। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার লেখা ক্রিয়েটিভ রাইটিংটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63064.93
ETH 2468.39
USDT 1.00
SBD 2.55