গিফটের কখনো মূল্য হিসাব করা যায় না। গিফট তো গিফটই হয়। গিফট পেতে কমবেশি সবারই ভালো লাগে । সেটা দামী হোক কিংবা কমদামী। বিশেষ হ্যাং আউট শেষ হয়ে গেলেও এই মিস্ট্রি বক্স কিছুটা বর্ষপূর্তির আমেজ এখনো ধরে রেখেছে। আমিও খুব অধীর আগ্রহে বসে আছি যে এই মিস্ট্রি বক্স এর মধ্যে কি আছে দেখার জন্য ।রিভিউ পোষ্টের মাধ্যমে সেগুলো দেখতে পারবো জেনে আরো ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য।