আমি শুধু ভাবি যে এই লোকগুলোর কি পরিমান সাহস। এভাবে সমুদ্রের তলদেশে চলে যায়। তার ওপর শুনলাম যে এক একজনের যেতে অনেক পরিমাণে টাকা খরচ করতে হয়েছে। আমাকে ফ্রি নিলেও আমি যেতাম না। খবরটি কয়েকদিন ধরে দেখে আসলেই অনেক কষ্ট লাগছে। কি আনন্দ নিয়ে গিয়েছিল আর কি হয়ে গেল।
জি আপু! আমি তো ভেবেছিলাম হয়তো ফিরে আসবে কিন্তু তা আর হয়নি