বাচ্চারা বাইরে গেলেই কেন যেন খাবার বায়না ধরে। আমার বড় ছেলের একই অবস্থা। শপিং করতে গেলেই তার প্রচন্ড রকম ক্ষুধা পায়। শপিংমলে ঢোকার পর থেকেই শুরু হয়ে যায় খাবার বায়না। তাও তো ভালো যে টিনটিন বাবু বেশ কিছু শপিং করার পর খাওয়ার বায়না করেছে। তা না হলে শুরুতে করলে তো কেনাকাটা সম্পূর্ণই ভন্ডুল হয়ে যেত।
গোলাপি সানগ্লাসে কিন্তু বেশ মানিয়েছে দাদা আপনাকে।