আপু আপনার শৈশবের খেলা গুলোর নাম শুনে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। এখনকার বাচ্চারা এসব খেলার নাম কখনো শুনেইনি। এই খেলা তো দূরের কথা। এখনকার বাচ্চারাতো কম্পিউটার ল্যাপটপ নিয়েই সময় পার করে। আমাদের শৈশব আসলেই অন্যরকম ছিল। সেসব স্মৃতি মনে পড়লে খুব খারাপ লাগে। ফিরে যেতে ইচ্ছা করে শৈশবে। আপনার শৈশবের গল্প পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এখনকার বাচ্চারা শুধু মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যাস্ত থাকে। আমার মনে হয় আমরাই ভালো ছিলাম। আমাদের দিনগুলোই ভালো ছিল। আর সেই স্মৃতিগুলো মনে পরলে আসলেই খুব খারাপ লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।