গ্ৰামীণ পরিবেশ থেকে তোলা কিছু গাছপালার ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,আসসালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো গ্ৰামীণ পরিবেশ থেকে তোলা কিছু গাছপালার ফটোগ্রাফি। সবসময় এক ধরনের ফটোগ্রাফি করতে ভালো লাগে না। সেজন্য আমি মাঝে মাঝে ফটোগ্ৰাফির মধ্যেও ভিন্নতা আনার চেষ্টা করি। ফটোগ্ৰাফি করতে আমি খুব পছন্দ করি আর যদি হয় গ্ৰামীণ পরিবেশ থেকে তোলা ফটোগ্রাফি তাহলে আরো বেশি ভালো লাগে। কয়েকমাস আগে যখন গ্ৰামে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু শেয়ার করা হয়নি। আজ গ্যালারি দেখতে গিয়ে খুঁজে পেলাম।
আমাদের বাড়ির সামনেই বিশাল বড় ইটের ভাটা রয়েছে। গতবার বাড়ি গিয়ে ইটের ভাটায় ঘুরতে গিয়েছিলাম তখন তার আশেপাশে থেকে এই ফটোগ্রাফি গুলো করা হয়। সবুজ প্রকৃতি ঘেরা গ্ৰামীণ পরিবেশ দেখতে খুব ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য সবসময়ই আমাদের মুগ্ধ করে। সেখানে দাঁড়িয়ে এই দৃশ্য গুলো দেখলে কি হবে ফটোগ্রাফিও তো করতে হবে। তাইতো আমি এই ফটোগ্রাফি করে নিলাম। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
প্রথমেই শেয়ার দু'পাশে বেড়ে উঠা বড় বড় গাছপালার নিচে খুব সুন্দর একটি পাকা রাস্তা। আমাদের বাড়ির সামনে ইটের ভাটা রয়েছে আর সেখানে এই রাস্তা অবস্থিত। শহরের রাস্তার দু'পাশে তাকালে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কিন্তু যখন আপনি গ্ৰামের রাস্তায় হাঁটতে বের হবেন তখন দু'পাশে সবুজ প্রকৃতি ছেয়ে থাকে। এসব রাস্তা নিরিবিলি থাকে বলে হাঁটতেও খুব ভালো লাগে।
এবার দেখাবো জংলি ফুলের ফটোগ্রাফি। ছোটবেলায় এই ফুল দিয়ে আমরা খেলা করতাম। এগুলো অনেকটা পরগাছার মতো। বিভিন্ন গাছের উপরে এদের জন্ম হয়। তবে সবুজ গাছে এমন ছোট ছোট হলুদ ফুল দেখতে খুব ভালো লাগে।
এবার দেখাবো ড্রাগন ফলের জমির ফটোগ্রাফি। আমার এক ভাই ড্রাগন ফলের চাষ করেছে। শুনেছিলাম প্রচুর ড্রাগন ফল ধরেছে। তাই একদিন বিকাল বেলা দেখতে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য ক্ষেতে একটাও ড্রাগন ফল ছিল না। তবে এত বড় জমি দেখে খুব ভালো লাগলো তাই ফটোগ্রাফি করে নিলাম।
এবার দেখাবো সূর্যাস্তের ফটোগ্রাফি। বড় রাস্তায় দাঁড়িয়ে খালি ফসলের জমি ঘিরে সূর্যাস্তের এই ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। মাটির যে স্তুপ দেখতে পাচ্ছেন এগুলো ইট বানানোর জন্য রাখা হয়েছে। গ্ৰামীণ পরিবেশে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য দেখতে খুব ভালো লাগে।
এবার দেখাবো বেশ কিছু গাছপালার ফটোগ্রাফি। এখানে আমি কাঁঠাল গাছের উপরের অংশ ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছি। তাছাড়া আরও অন্যান্য গাছও রয়েছে সেখানে। গাছপালার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে।
সবশেষে এবার দেখাবো তাল গাছের ফটোগ্রাফি। গ্ৰামের রাস্তায় অনেক সময় সারি সারি তালগাছ দেখতে পাওয়া যায়। এই গাছটি ইটের ভাটার একদম কাছে ছিল বলে কালো ধোঁয়ায় পাতাগুলো কেমন যেন লালচে হয়ে গিয়েছিল। গাছটি দেখতে খুব ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিলাম।
এই হলো আমার আজকের গ্ৰামীণ পরিবেশ থেকে তোলা কিছু গাছপালার ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
| ডিভাইসের নাম | vivo y16 |
|---|---|
| ফটোগ্রাফার | @tanjima |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
| লোকেশন | নরসিংদী |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power











.png)

Comment link
Comment link
Comment link
Comment link
Comment link
Comment link