You are viewing a single comment's thread from:

RE: বারবিকিউ চিকেন পিৎজা খাওয়ার মূহুর্ত। || Just yummy 🤤 🍕

in আমার বাংলা ব্লগ23 days ago

ঠিক বলেছেন ভাইয়া ঘরের গৃহিণী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসারের বেহাল অবস্থা হয়ে যায়। তারপরও তো সেই গৃহিণীর দিকে নজর দেন না, সারাক্ষণ তাদের বিভিন্ন কাজের মাধ্যমে খাটিয়ে মান😔। যাই হোক ভাবি অসুস্থ জেনে খারাপ লাগছিলো। কিন্তু অবশেষে যখন সব রিপোর্টে পজেটিভ এসেছে তখন খুব ভালো লাগলো। রিপোর্ট পজেটিভ আসলে এই কথা শুনে যেনো সব রোগী সুস্থ হয়ে যায়। যাই হোক রিপোর্ট আসার মাঝখানের সময়টা তো দেখছি ছেলেমেয়ের সাথে খুব ভালো কাটিয়েছেন। আপনার ছেলে ও মেয়ে খুব আনন্দ পেয়েছে তাদের ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। পিৎজা সত্যি খুবই লোভনীয় ছিল। ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।

Sort:  
 20 days ago 

অনেক ধন্যবাদ আপু।
গৃহিণী অসুস্থ হলে সত্যিই ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। যাইহোক এখন ও আগের থেকে একটু ভালো রয়েছে। আর আপু আমি বাসায় সময় একদমই দিতে পারিনা, যাইহোক দোয়া করবেন ওদের জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.031
BTC 67887.98
ETH 3775.80
USDT 1.00
SBD 3.66