ভাইয়া বৃষ্টিময় দিনে আপনার জীবনের খুব সুন্দর গল্প শেয়ার করেছেন। যেহেতু একটানা বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা রয়েছে তাই সবার ঘুমও আরামের হচ্ছে আর সেজন্যই তো আপনি বাহিরের খাবার খাওয়ার সুযোগ পেলেন। হোটেলের ডাল ভাজি দিয়ে গরম গরম পরোটা খেতে দারুণ লাগে। আমি প্রায় সময় খাই। এরপর আবার দুপুরে গরম গরম খিচুড়ি আহ আপনার তো তাহলে আজ ভুঁড়ি ভোজন খাওয়া দাওয়া হয়েছে। তবে বাহিরের অবস্থা যেহেতু ভালো নয় তাই ছাতা কাছে রাখা খুবই প্রয়োজন। আপনার যেহেতু আগে থেকেই ঠান্ডা লেগেছিল আর এখন বৃষ্টিতে ভিজে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার জন্য দোয়া রইল।