আপু সাদা কাগজ কেটে লাভ শেপের খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ থেকে সাদা কাগজের নকশা কাটিং করা একটু সহজ। কারণ রঙিন কাগজ ভাঁজ করলে অনেক মোটা হয়ে যায় তখন কাঁচি দিয়ে কাটতে বেশ সমস্যায় পড়তে হয়। তবে সাদা কাগজ দিয়ে করলে সেই সমস্যাটা খুব কম হয়। যাই হোক আপনি খুব সুন্দর নকশা বানিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেপার কাটিং নকশা শেয়ার করার জন্য।