Sort:  
 last year 

দারুন একটি গল্প আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। ভুল মানুষকে ভালোবাসা মানে জীবন ধ্বংস হয়ে যাওয়া। আর এ ধরনের মেয়েদের কপালেও কখনো শান্তি হয় না। যারা সুখের সংসার থাকতে মরিচিকার পিছনে ছুটে বেড়ায় সেই মরিচিকা একদিন তাদের ধ্বংস বয়ে আনে। যাইহোক রিমার পরবর্তীতে কি হবে সে দেখার অপেক্ষায় রইলাম।