Diy ( এসো নিজে করি ) জল রং দিয়ে একটি আদিবাসী মেয়ের পেইন্টিং
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। কাল বিকালে আমি একটি পেইন্টিং করেছিলাম। আমি কোনো কিছু আঁকার আগে ভাবিনা কি আঁকবো। না ভেবে শুরু করি। কাল ও তার ব্যাতিক্রম হয়নি। তবে কাল আমার মনে যা এসেছে তাই তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। হয়তো খুব ভালো পারি না আঁকতে তবুও চেষ্টা করি। আর আমার সেই প্রচেষ্টা কে বাস্তবায়নে রূপ দেয় আমার প্রিয় মানুষটা। বলতে পারেন আমার এই আর্ট করার শিক্ষক সেই মানুষটি। থাক এখন ও সব কথা। সব সময় একজন মানুষকে উপরে তোলা ঠিক না। হা হা হা। এখন চলুন তো মূল পর্বে ফিরে যাই।
উপকরণ:
১. পেইন্টিং এর কাগজ
২. পোষ্টার রং
৩. তুলি
৪. পেনসিল
প্রস্তুত কারক:
১.প্রথমে কাগজ হলুদ রং করেছি। মাঝ বরাবর ব্রাউন কালার ও নিচে লাল রং করে দিলাম।
২. এবার পেনসিল দিয়ে একটি মেয়ের মূর্তি আঁকতে হবে।
৩. এবার কালো রং দিয়ে পেইন্টিং করতে হবে।
৪. এবার আদিবাসী মেয়ের পাশে কালো রং দিয়ে একটি লতানো গাছের পেন্টিং করলাম।রং একটি সূর্য এঁকে দিলাম।
৫. গাছটিতে আমি আমার মতো ডিজাইন করে দিলাম।কিছু ছোটো ছোটো পাতা এঁকে দিলাম।সূর্য সাদা রং করে দিলাম।
৬. মেয়েটির মাথার উপরে কলসী রং করলাম। এবার লাল ও সবুজ রং দিয়ে মেয়েটির সুন্দর একটি জামা বানিয়ে দিলম।এবং কলসী টি সাদা রং দিয়ে সাজিয়ে দিলাম।
৭. নিচে সবুজ রং দিয়ে ছোটো ছোটো ঘাস এঁকে দিলাম।
এবার আমার পেইন্টিং শেষ হলো। আশা করি, আমার এই পেইন্টিং টি আপনাদের ভালো লাগবে।
অও,অসাধারণ হয়েছে পেইন্টিংটি।👌দেখে মন ভরে গেল।খুবই সুন্দর হয়েছে বৌদি কালার কম্বিনেশন ও আদিবাসী মহিলার চিত্রটি।খুবই নিপুনতা ও দক্ষতার সঙ্গে এঁকেছেন মনের মাধুরী মিশিয়ে।ধন্যবাদ বৌদি।
অসাধারণ পেইন্টিং করেছেন দিদি। আপনার পেইন্টিং গুলো খুব সুন্দর হয়। পোস্টার রঙ দিয়ে পেইন্টিং করলে সেটা বেশি উজ্জ্বল হয়ে থাকে,আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। ধাপগুলো অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ দিদি,এত সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
আপনি যে বহু গুণে গুণবতী এটা কিন্তু বারবার প্রমাণ পেয়ে যাচ্ছি বৌদি। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ওয়াও বৌদি অসাধারণ একটি পেইন্টিং করেছেন। আদিবাসী মেয়েটিকে খুব সুন্দর লাগছে। আর তার সাথে যে গাছটি এঁকেছেন দেখতে খুবই ভালো লাগলো। গাছের ডালপালা গুলো যেভাবে এঁকেছেন দেখতে যেন সুন্দর দেখাচ্ছে। আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করছেন। যে পেইন্টিং গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পেইন্টিং করতে অনেক সময় এবং পরিশ্রম লাগে। এত ব্যস্ততার মাঝে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
জল রং দিয়ে আদিবাসী মেয়ের চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে বৌদি। আদিবাসী মেয়েটিকে দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার অঙ্কনের প্রশংসা না করে পারছি না বৌদি। অসাধারণ হয়েছে। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বৌদি। ধন্যবাদ আপনাকে দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
বৌদি ভীষণ সুন্দর হয়েছে আপনার আজকের এই কলস মাথায় সুন্দর প্রতীয়মান নারীটির চিত্রাংকন। কত সুন্দর নিখুঁত করে এবং চমৎকার সব রঙের ব্যবহার করে আপনি চিত্রটি অঙ্কন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি চিত্র ধাপে ধাপে এত সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল বৌদি।
জল রং দিয়ে অধিবাসী মেয়ের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে বৌদি। বৌদি আপনি সবদিকে অনেক বেশি পারদর্শী। আপনি একদিকে যেমন ভাল রান্না করেন তেমনি অনেক সুন্দর ছবি আঁকতে পারেন। আপনার অংকিত চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে বৌদি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৌদি।
বৌদি এটা কি রং তুলির ছোঁয়া, না আপনার হাতের যাদুর ছোঁয়া বুঝতে পারতেছি না। কি দিয়ে আপনার তারিপ করবো বুঝে উঠতে পারছিনা। আদিবাসী মেয়ের চিত্র অংকন টি সত্যি কল্পনার জগৎ। তবুও বলতে হয় অসাধারণ চিত্র অঙ্কন করেছেন আপনি যার সত্যিই প্রশংসার দাবিদার। আপনি জল রং দিয়ে আপনার অংকণ টি নিখুঁতভাবে করেছেন। এবং কি আমাদের সাথে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। আমাদের সাথে এত সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
জল রং দিয়ে আঁকা পেইন্টিং কি অসাধারণ হয়েছে ।আদিবাসী মেয়র চিত্র খুবই সুন্দর লাগছে ।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।