" টিনটিন এর ছেলেবেলার কিছু মুহুর্ত"
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না। ভাবলাম আজ আমি আপনাদের সাথে টিন টিন এর ছেলেবেলার কিছু মুহুর্ত শেয়ার করি।
আজ ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে কিছু ছবি পেলাম।ছবি গুলো দেখে একটু হাসি পেলো। সারাদিন তার দুষ্টুমি করে সময় কাটে।আমরা জানি সময় কখনও থেমে থাকে না। সময় তার নিজের আপন গতিতে চলতে থাকে। দিনের পর রাত, আর রাতের পর দিন এই ভাবে চলতে থাকে সময়ের কাঁটা।
এমন কিছু মুহুর্ত আছে যেগুলো আমরা সময় মতো camera বন্দি করতে পেরেছি।আবার এমন ও অসংখ্য মুহুর্ত আছে যে গুলো শুধু মনের camera বন্দি। তবে এটা মানতে হবে camera বন্দি করতে না পারার দিনের মুহুর্ত মনের কাছে রয়ে গেছে। তার সারাদিনের দুষ্টুমিতে মেতে থাকে আমাদের বাড়ি।
তার মুখে আধো আধো কথা, ছোটো ছোটো পায়ে হেঁটে চলা। তার হাসিতে বাড়ি মুখরিত থাকে। আবার তার দুষ্টুমিতে বাড়ি মুখরিত থাকে।যেমন কচি কচি হাতে নিজের মনের মতো রং নিয়ে ছবি আঁখছে ল্যাপটপে।
আবার নিজের মতো করে বই পড়ে। বই খুব পছন্দ
করে, বই এর ছবি দেখতে ভালোবাসে। গাড়িতে করে ঘুরতে যেতে পছন্দ করে। আবার সে গাড়ি চালানোর চেষ্টা করে। এ রকম ছোটো ছোটো দুষ্টুমিতে তার সময় কাটে। মোবাইল নিয়ে নিজের মতো করে ছবি সেলপি তোলা। আরও অনেক মুহুর্ত থাকে সেগুলো তো সব camera বন্ধি থাকে না।তাই কিছু কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করলাম।
এইভাবে সময় এর চাকা চলতে থাকে। ওর ছবি দেখে সেই সময় এর কথা মনে পড়ে।তাই ভাবলাম সেই ছোটো ছোটো দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করি।আশা করি আপনাদের ও ভালো লাগবে।
















খুবই কিউট ও সুন্দর দেখাচ্ছে বাবুটাকে, আচ্ছা ওর নাম কি টিন টিন?
Tintin, a famous cartoon character by Harge
মনে হচ্ছে বাবার মতো এক্সপার্ট হবে সব বিষয়ে, এক কথায় অলরাউন্ডার। ছবিগুলো বেশ ভালো এবং সুন্দর ক্যাপচার হয়েছে।
আসলে বাচ্চাদের বয়সটাই এমন কোন বাধা মানতে চায় না এবং যা মনে চায় তাই করতে পছন্দ করে। অনেক অনেক শুভ কামনা রইল আমার পক্ষ হতে সোনা বাবুটির জন্য।
Thank you.
অনেক কিউট। শুভকামনা রইল তার জন্য।
ধন্যবাদ।
আমার আপুর একটা ছোট ছেলে আছে। টিনটিন এর মতোই খুবই দুষ্টু।
গাড়ির ড্রাইভার এর সিটে বসে সামনের কিছু দেখতে পায় না তবুও তাকে গাড়ি চালাতে দিতে হবে বলে জিদ ধরে। নিজে নিজে মেকানিক্স গিরি করে। আবার কখনো বাসার টিভি ভেঙে ফেলায়।

so adorable child নাম কি ওর ?
সাফি উদ্দিন সংগ্রাম
টিনটিন বাবুটা দেখতে অনেক কিউট। ইচ্ছে করছে ওর সঙ্গে খেলা করি!
চলে আসুন, টিন টিন বাবু খুব মজা পাবে।
করোনা পরিস্থিতি ভালো হলে কলকাতা যাবার ইচ্ছা আছে। তখন টিনটিন বাবুটার সাথে দেখা হবে।
একসাথে যাবো ভাই!
টিনটিনকে দেখতে ভারী মিষ্টি এবং কিউট।টিনটিন কে দেখে এবং ওর করা দুস্টুমিগুলির কথা পড়ে ভালো লাগলো। টিনটিনের জন্য শুভকামনা ,অনেক আদর এবং ভালোবাসা রইলো।
ধন্যবাদ।
টিনটিন বাবাটাকে অনেক কিউট লাগছে। প্রত্যেকটা ছবিই খুব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বাচ্চা দেখতে অসাধারণ।
কিউটের ডিব্বা, টিনটিন বাবুটা 💝
ওর বয়স কত হয়েছে এখন ?
২ বছর।
ছবিগুলো অনেক অনেক কিউট ছিল। আসলে ক্যামেরাতে সেগুলো ধারণ করা যায় সেগুলো দেখানো যায় কিন্তু মনের ক্যানভাসে বাচ্চাদের যে ছবিগুলো থাকে সেগুলো হৃদয় দীর্ঘদিন থেকে থাকে। অনেক কিউট দেখে ভালো লাগলো। যে বড় উপন্যাসের বই নিয়ে পড়া শুরু করেছে মাথাটা গরম হয়ে যাবে। হা হা হা।