"মহান স্বাধীনতা দিবস"

in আমার বাংলা ব্লগ4 years ago

image.png

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। ১৫ ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবসে সবাই কে শুভেচ্ছা ও অভিন্দন। ১৯৪৭ সালে ১৫ ই আগস্ট ভারত বর্ষ ইংরেজ শাসনের পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল। তাই এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করি।শত শত মহান দেশ প্রেমী বিপ্লবের প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিদ্রোহ করে আমাদের দেশের স্বাধীনতা এনেছিলেন।সেই সকল দেশপ্রেমী হলো - নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, মাস্টার দা সূর্য সেন, খুদি রাম বসু ইত্যাদি। ধর্ম - বর্ণ নির্বিশেষে সবাই এই দিবস টি পালন করে।

সংক্ষেপে আমি স্বাধীন ভারতের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম।
প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর আজ ভারত বর্ষ ৭৫ তম স্বাধীনতা দিবস উৎযাপন করছি। ১৬০০ সালে ইংরেজরা ভারতে এসেছিল বাণিজ্য করতে। পলাশী যুদ্ধে ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয় লাভ করে।

এরপর ১৭৬৫ সালে বাংলা বিহার ওড়িশা দেওয়ান লাভ করে। সিপাই বিদ্রোহের পর ভারতের শাসন ভার ইংরেজ রাজ পরিবারের হাতে চলে যায়। দেশ কে স্বাধীন করার জন্য প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে ছিল বিপ্লবীরা। তাদের লক্ষ্ লক্ষ্ প্রাণের বিনিময়ে ১৯৪৭ সালে ১৫ ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। ইংরেজ দের কবল থেকে রক্ষা করে সারা ভারতে উড়েছিল তেরঙ্গা। মুক্ত হলো ২০০ বছরের শাসন থেকে। ১৫ ই আগস্ট উৎযাপন কেবল স্বাধীনতা দিবস উৎযাপন নয় দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের ।

১৯৪৭ সালে ১৫ ই আগস্ট দিল্লির লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু। সেই থেকে লালকেল্লায় প্রতিবছর পতাকা উত্তোলন করা হয়। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্কুল - কলেজ, অফিস - আদালত, সরকারি - বেসরকারি জায়গায় এই দিনে পতাকা উত্তোলন করা হয়। সবাই জাতীয় ছুটির দিন স্বাধীনতা দিবস পালন করে।

পতাকা উড়িয়ে গাইছে সবাই দেশের গান
স্বাধীন ভারতের স্লোগান ধ্বনি ছড়ায় দিকে দিকে।
স্কুল কলেজ, অফিস আদালত কিংবা রাজপথে
তবু যেন হায় গুমরায় মোর অবুঝ সরল প্রাণে।
শহীদের হারানো দুঃখের কথায় অশ্রু সজল চোখে।
কাটায় পায়ে ক্ষত হয়েছে মুক্তি পথ
দীর্ঘ দাসত্বের খাচা ভেঙ্গে এনেছে স্বাধীন ভারত।
আজকের দিনে বীর শহীদের গাই এসো গান।
জানাই মোরা শ্রদ্ধার সহিত সহস্র কোটি প্রণাম।।

                 " জয়  হিন্দ"
Sort:  
 4 years ago 

ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে, শুভ স্বাধীনতা দিবস।

 4 years ago 

এটার বানানোর ব্লগটি মনে হচ্ছে আগের পোষ্টে দেখেছিলাম। আজকের জন্য এটা বেশ পারফেক্ট। শেষের ছন্দটি সত্যি যথার্থ ছিলো।

 4 years ago 

হ্যা, এটা আগের পোস্টে তৈরি করেছিলাম। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

খুব সুন্দর লিখেছেন বৌদি। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।

 4 years ago 

আপনাকে ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

 4 years ago 

বৌদি আপনাকে জানাই মহান স্বাধীনতা দিবসের প্রানঢালা শুভেচ্ছা।সত্যি আজ ভারতের মানুষের গর্বের ও আনন্দের দিন।
অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বৌদি।অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মহান স্বাধীনতা দিবসেরর শুভেচ্ছা রইলো।

 4 years ago 

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল বৌদি । ভালো থাকুন , সুস্থ থাকুন। ধন্যবাদ

 4 years ago 

আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

 4 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার চিত্র অংকন টা।।

অনেক সুন্দর লিখেছেন, পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো🥰🥰