আমার বাংলা ব্লগ থাকবে হৃদয়ে।

in আমার বাংলা ব্লগ23 hours ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20251231_153033_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আজকের পোস্ট লিখতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমার বাংলা ব্লগের এরকম একটা দিন আসবে হয়তোবা এটা কখনোই কাজ করার সময় ভাবিনি। সব সময় আমার বাংলা ব্লগের জন্মদিন পালন করার সময় সব সময় ভাবি যেন এই আনন্দের দিনটা আমাদের মাঝে ফিরে আসুক প্রতি বছর। আর আমরা সবাই মিলে এরকম আনন্দ করতে পারি।

কিন্তু এরকম একটা সময় চলে এসেছে যখন আমরা আমার বাংলা ব্লগের শেষ হওয়াটাকে দেখছি। কিন্তু আমি মনে করি এটা কখনোই শেষ হবে না। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করা এটা যেন আমাদের একটা দিনের শুরুর প্রথম কাজ। যেটা না করলে যেন আমাদের দিনটাই সম্পূর্ণ হতো না। হয়তোবা আজকে কমিউনিটি বন্ধ ঘোষণা হয়েছে কিন্তু তারপরেও যেহেতু পোস্ট করার সুযোগ রয়েছে সেটা কখনোই হারাবো না। কিন্তু আগের মত যেই সবগুলো ব্যাপার ছিল হয়তোবা সেগুলো আর ফিরে পাবো না। এখানকার একসাথে কাজ করা কথা বলা সব কিছু যেন আজকে মনে পড়তেছে।

আমাদের সব এডমিন ও মডারেটর ভাই বোন সবাই ছিল আমাদের কাছে অনেক বেশি সম্মানের। তাদের নির্দেশনা অনুযায়ী সব কাজগুলো করতাম আর প্রত্যেকটা বিষয় তাদের থেকেই হেল্প নিতাম। তবে একসাথে কাজ করার সময় কখনোই কাউকে পর মনে হয়নি। হয়তো আমাদের একজনের সাথে একজনের দেখা হয়নি, কিন্তু যখন ডিসকোর্ডে কথা হতো মনে হতো আমরা সবাই অনেক আপন এবং পরিচিত। কখনোই কাউকে পর মনে হয়নি। একসাথে কাজ করার সময় মনে হতো সবাই আমরা যেন আত্মীয় এর মতো।

আমার বাংলা ব্লগে সব সময় সবাই ছিল সৃজনশীল চিন্তাধারা নিয়ে। নিজেদের সৃজনশীল মনোভাব গুলো সবাই এখানে মন খুলে শেয়ার করতো। সবার সেই কাজের ভেতরে যেন লুকিয়ে ছিল অনেক আনন্দ। যখন বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা দেওয়া হত, আমরা আনন্দের সাথেই জয়েন করার জন্য মরিয়া হয়ে উঠতাম। আবার যখন কনটেস্ট রেজাল্ট দিবে তখন একটা উত্তেজনা কাজ করতো। প্রতিদিনের পোস্ট এবিবি ফিচার্ডে আসা, এবিবি ফানি সবাই কমেন্টের মাধ্যমে মজা করা সবকিছু ইনকামের সাথে সাথে ইনজয় করার মাধ্যম ছিল।

আমরা হয়তোবা অনেক জায়গায় কাজ করব কিংবা টাকা ও ইনকাম করব। কিন্তু কখনোই আমার বাংলা ব্লগের মতো আনন্দ খুঁজে পাবো না। এখান থেকে যেমন আমরা ইনকাম করতে পারতাম তেমনি আমরা অনেক আনন্দের সাথেই কাজ করতাম। এখানে পরিশ্রম করে কাজ করলেও কিন্তু কখনোই সেটাকে পরিশ্রম মনে হতো না। আমাদের দিনগুলো যেন অনেক আনন্দে কেটে যেত। কিন্তু কখনোই এই দিনগুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে এটা আসলে ভাবিনি। সবার এত কাজ এত দায়িত্ব যেন কোন একটা জায়গায় এসে থেমে গেল। এটা সত্যি মেনে নেওয়াটা অনেক কঠিন।

যাইহোক, এই কয়েক বছরের স্মৃতি আসলে বললে শেষ করা যাবে না। কিন্তু যেহেতু শেষ মুহূর্ত চলে এসেছে, হয়তোবা এখন আরো বেশি মনে পড়তেছে বিষয়গুলো। কিন্তু এটা সত্যি যে কখনোই আমরা আমার বাংলা ব্লগের মতো করে এরকম জায়গা হয়তোবা আমরা আর খুঁজে পাবো না। কিন্তু এখানে কাটানো প্রতিটা মুহূর্ত থাকবে আমাদের হৃদয়ে। আর যতদিন পোস্ট করার সুযোগ থাকবে অবশ্যই করার চেষ্টা করবো। প্রতিটা মুহূর্ত হয়তোবা নতুন আনন্দের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। তবে কখনোই আমার বাংলা ব্লগ ভোলার নয়। আর আমাদের প্রিয় দাদা যার জন্য আমরা এরকম একটা প্লাটফর্ম পেয়েছি এবং কাজ করেছি, সব সময় দাদা থাকবে সব সময় সম্মানের ঊর্ধ্বে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg