জেনারেল রাইটিং:- "স্বার্থ শেষ তো সম্পর্ক ও শেষ"

in আমার বাংলা ব্লগ20 hours ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241109_205127_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

স্বার্থ এমন একটা জিনিস যেটা নিয়ে এখন প্রত্যেকটা মানুষ চিন্তা করে। এখন কোনো সম্পর্কই আর আগের মত নেই। কারণ এখন প্রত্যেকটা সম্পর্ক হয় শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া আর কেউ কারো খোঁজ নেয় না এখন। প্রত্যেকটা মানুষ এখন নিজের স্বার্থের বেড়াজালে আটকে গিয়েছে। অন্য কাউকে নিয়ে চিন্তাভাবনা করার মত এখন আর কারোরই সময় নেই। সবাই শুধুমাত্র নিজের স্বার্থকে নিয়েই চিন্তা করে। স্বার্থ যেখানে মানুষ সেখানে। এখন সব কিছুর পেছনে রয়েছে স্বার্থ। স্বার্থ শেষ হয়ে গেলে একটা সম্পর্ক শেষ। স্বার্থ শেষ হয়ে গেলে একটা বন্ধুত্ব শেষ। স্বার্থ শেষ হলে আত্মীয়-স্বজনের সম্পর্ক ও শেষ। সবকিছুর মাঝে এখন শুধু স্বার্থ।

আমাদের চারপাশে স্বার্থপর মানুষে ভরপুর এখন। যেদিকেই আমরা তাকাবো শুধুমাত্র স্বার্থপর মানুষগুলোকেই শুধু দেখতে পাবো। স্বার্থের জন্য মানুষ অনেক বেশি নিচে নামতে পারে এখন। স্বার্থের জন্য ভাই ভাইকে মারতেও দ্বিধাবোধ করে না এখন আর। স্বার্থ শেষ হয়ে গেলে আমাদের কাছের মানুষগুলো ও আমাদেরকে ছেড়ে চলে যায়। আসলে এই পৃথিবীটা স্বার্থপর নয়। স্বার্থপর হচ্ছে এই পৃথিবীর মানুষগুলো। যারা কিনা প্রতিনিয়ত শুধুমাত্র স্বার্থের পিছনে ছুটে বেড়াচ্ছে। অন্য কোনো দিকে খেয়াল করার চিন্তা নেই তাদের। আমরা বর্তমানে যাদেরকে অনেক বেশি আপন মনে করি, কিছুদিন পর দেখা যাবে তারাও আমাদেরকে ছেড়ে চলে গেছে।

আসলে নতুন করে সব সম্পর্ক শুরু হয় স্বার্থের জন্য। যখনই স্বার্থটা শেষ হয়ে যাবে তখন সম্পর্কটাও চিরতরে শেষ হয়ে যাবে। আর এটাই বাস্তবতা এখন। মনে করেন একটা লোক সব সময় শুধুমাত্র নিজের স্বার্থের জন্য অন্যদের সাথে সম্পর্ক তৈরি করে। আর যখনই স্বার্থ শেষ হয়ে যায় তখনই সেই মানুষগুলোর কাছ থেকে দূরে সরে আসে। হয়তো সেই মানুষটা অন্যদের খুবই কাছের একজন মানুষ হয়ে যায়। একসময় কিন্তু তাদের সাথেই বিশ্বাসঘাতকতা করে থাকে। আর কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কষ্ট তো সবার কাছেই লাগবে। এইজন্য এখন কারো সাথে সম্পর্ক গড়ে তোলার আগে হাজার বার চিন্তা ভাবনা করে একটা মানুষ।

স্বার্থপর এই পৃথিবীতে কেউই কারো আপন নয়। স্বার্থ একটা মানুষকে অনেক নিচে নামিয়ে ফেলেছে বর্তমানে। স্বার্থ হাসিল করার জন্য একে অপরকে মেরে ফেলে অনেকে। এখন আর ভাই বোনের সম্পর্ক আগের মত সুন্দর হয় না। হয় না আত্মীয়-স্বজনদের সাথে সুন্দর একটা সম্পর্ক। বন্ধু-বান্ধবরা ও স্বার্থের জন্য আসে। সবকিছুর পেছনেই যেন একটা স্বার্থ লুকিয়ে থাকে। এখন আর আগের মতো কাউকেই বিশ্বাস করা যায় না। আপনি এখন যে জায়গায় যাবেন, সেই জায়গায় দেখবেন সবাই স্বার্থের জন্যই বসে রয়েছে। আমি শুধু মাঝে মাঝে এটাই ভাবি, মানুষ কিভাবে পারে স্বার্থের জন্য এত কিছু করতে। সুন্দর সম্পর্ক গুলো স্বার্থের জন্য কেন মানুষ ভেঙ্গে ফেলে।

মানুষ এখন আর অকারণে কারো সাথে কোনো সম্পর্কে জড়ায় না। প্রয়োজন ছাড়া এখন আর কেউ কারো আপন নয়। প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই পর হয়ে যায়। আপনার কাছে যখন সবকিছু থাকবে, তখন দেখবেন আশেপাশের মানুষের অভাব পড়বে না। কিন্তু যখন কিছুই থাকবে না, তখন সবাই ছেড়ে চলে যাবে। মানুষের মধ্যে হিংসা অহংকার এগুলো অনেক বেশি বেড়ে গিয়েছে বর্তমানে। এই পৃথিবীতে সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত। আগের মত আর কেউ কাউকে সময় দেয় না। বাস্তবতা এখন এটাই। চেষ্টা করলাম এই বিষয়টা নিয়ে কিছু লেখা লেখার জন্য। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 18 hours ago 

ঠিক বলেছেন আপু, এই পৃথিবী স্বার্থপর নয় তবে পৃথিবীর মানুষগুলো স্বার্থপর। স্বার্থ শেষ হলে সবাই ভুলে যায়। নিঃস্বার্থভাবে তেমন কেউ আমাদের পাশে থাকে না। ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 15 hours ago 

এই জীবনে হায়াত যত বাড়ছে এবং জীবনে বেঁচে থাকার হায়াত কমে আসছে দিন দিন ততই মানুষকে বুঝতে পারছি প্রতিনিয়ত। মানুষ এত খারাপ কিছু কিছু মানুষের কাছে তাদের স্বার্থটা অনেক বড়। সত্যি কথা বলতে তারা স্বার্থ আদায় করার জন্য সম্পর্কে জড়িয়ে থাকেন। তাদের স্বার্থ শেষ তো সেই সুন্দর সম্পর্ক শেষ। এমন মানুষ বাস্তব চোখে অনেক দেখেছি। অনেক ভালো লেগেছে আপনার এত সুন্দর একটি টপিকস পড়তে পেরে।

 14 hours ago 

আপু আজকাল এমন অবস্থা হয়েছে কেউ ফোন করলেই ভাবি কি দরকারে করেছে! এমনি ফোন করে ভালোমন্দ খোঁজ নেওয়ার কেউ নেই। হা হা হা। মানুষ এতোখানি স্বার্থপর হয়ে গেছে৷

খুব সুন্দর লিখেছেন। বাস্তবতা আছে আপনার লেখায়৷ সহমত পোষণ করলাম।

 1 hour ago 

এটা একদম ঠিক বলেছেন আপু নতুন করে সম্পর্ক সৃষ্টি হয় স্বার্থের জন্য।স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। বর্তমান সময়টা এমন হয়েছে স্বার্থ ছাড়া কেউ কোন কিছু চিন্তাই করতে পারে না। যখন একজনের স্বার্থ শেষ হয়ে যায় তখন সম্পর্ক গুলো ওশেষ করে দেয়। বেশ দারুন লিখেছেন আপু। বাস্তব সম্মত লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।