নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ৩৭ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ৩৭ পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
| নাম | ফ্যামিলি প্রিমিয়ার লিগ। |
|---|---|
| পরিচালনা | ঈগল টিম |
| প্রযোজনা | কচি আহমেদ |
| অভিনয়ে | আফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে। |
| রচনা ও চিত্রনাট্য | সোলায়মান |
| চিত্রগ্রহণ | জহির রায়হান |
| সম্পাদনা | এসে এ সুমন |
| আবহ সংগীত | অংকুর মাহমুদ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই, জেনি তার মায়ের কাছে এসেছে। আর তার মায়ের নাম ধরে তার মাকে ডাকছে। তখন সে বলে তার মা তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। অর্থাৎ রাশেদকে মেরে ফেলেছে। এর জন্য সে নিজের মায়ের সাথে যুদ্ধ ঘোষণা করে। সবাই রাশেদের মৃত্যুর কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। রাইসা অনেক কান্না করতে থাকে আর রাশেদকে দেখতে যাওয়ার কথা বলে। কিন্তু রাইসাকে দেখতে আসার সময় রাশেদ এক্সিডেন্ট করেছে।
এই জন্য জেনি তাকে ওই বাড়িতে যাওয়ার জন্য বারণ করে দেয়। এরপর দেখানো হয় রেজার বউ আর রেজার বোনকে। রেজার বোন একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, কারণ সে মনে করেছিল ভিডিওটা সেই ডিলিট করে দিয়েছে। কিন্তু google ড্রাইভ এ ভিডিওটা আছে শুনে সে আবারো কাজ করতে চলে যায় রেজার বউয়ের কথা মত। এদিকে রাতের বেলায় দেখা যায় মিজান বিরিয়ানি নিয়ে এসেছে জেনি এবং তার শাশুড়ির জন্য।
রাশেদের মা অনেক বেশি কান্না করতে থাকে রাশেদের জন্য। আর জেনি তো কোনো কথাও বলছে না। এরপর মিজান নিজের হাতে তাদেরকে খাবার খাইয়ে দেয়। এরপর দেখা যায় রাফি আর মায়ের কাছে এসেছে। আর তারা রাশেদের বিষয়টা নিয়ে তাদের মাকে অনেক ধরনের কথা বলে। এরপর দেখা যায় মিনা অনেক বেশি কান্না করছে, নিজের কথা ভেবে আর জেনিদের কথা ভেবে। তখন ওখানে মনি আসে আর তারা কিছুক্ষণ কথা বলে।
মনিও অনেক বেশি কষ্ট পাচ্ছিল এসব কিছুর জন্য। এদিকে রাইসা অনেক কান্না করতে থাকে নিজের দোষ মনে করে। আর লিমন চেষ্টা করছিল তাকে সামলানোর জন্য। এদিকে জেনি প্রতিনিয়ত কাজ খোঁজার চেষ্টা করতে থাকে। সে কিছু একটা করে নিজের মায়ের বিরুদ্ধে লড়াই করতে চায়। তার এই লড়াইয়ে মিজানও সামিল হতে চায়। কিন্তু তখন জেনি তাকে বলে দেয়, যখন দরকার হবে তখন আমি আপনাকে অবশ্যই বলব।
এরপর সে একটা ছেলেকে দেখে রাস্তায় চা বিক্রি করছে। আর সে ছেলেটার সাথে চা বিক্রি করতে চায়। ছেলেটা প্রথমে মনে করেছিল জেনি হয়তো মজা করছে। আর ছেলেটা পরবর্তীতে বুঝতে পারে। আর তাকে কি কি দরকার সবকিছু বলে দেয়। এরপর সে নিজেও বিক্রি করতে থাকে। তখনই এই পর্ব টা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
এই নাটকের সবগুলো পর্বের মত আজকের পর্বটাও অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে নাটকটা। এই পর্বে আমরা দেখতে পাই রাশেদ মারা গিয়েছে গাড়ি এক্সিডেন্টে। যার কারনে তার পুরো ফ্যামিলি অনেক বেশি কষ্ট পেয়েছিল। আর সবাই মনে করতে থাকে নীলাঞ্জনা চৌধুরী তাকে মেরে ফেলেছে। এখন জেনি প্রতিনিয়ত কাজ খুঁজতে থাকে। কারণ তাকে নিজের মায়ের সাথে যুদ্ধ করার জন্য কিছু তো একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর শেষে দেখা যায় সে চা বিক্রি করছে। এদিকে রাশেদের বোন রাইসা মনে করতে থাকে তার নিজের জন্যই তার ভাই মারা গেছে। তুমি যদি পালিয়ে না আসতো তাহলে হয়তো তার ভাই বেঁচে থাকতো। এখন দেখা যাক পরবর্তী পর্ব গুলোতে কি হতে চলেছে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।









🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/i/status/1998605820821733626
https://x.com/i/status/1998606716221759702
https://x.com/i/status/1998606716221759702