You are viewing a single comment's thread from:

RE: গ্র্যান্ড লাজিজ এ একদিন।

in আমার বাংলা ব্লগ3 years ago

রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর। এরকম জায়গা গুলোতে গেলে মনটাও ফ্রেশ থাকে। এটা কিন্তু ঠিকই বলেছেন রোজা রাখার পর ইফতারি খাওয়া শেষ করে আর কিছুই করতে ভালো লাগেনা একেবারে আলসেয়ামি লাগে সবকিছুতে। একা একা চলে গিয়েছেন আমাকে একটু বললেও পারতেন। রেস্টুরেন্টে ঘুরাঘুরি এবং খাওয়া দাওয়া একসাথে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত এবং উপভোগ করেছেন।

Sort:  
 3 years ago 

আমার কোন কিছু করতেই ভালো লাগে না ইফতারের পর।তারপর ও না করে কি আর পারা যায়।আপু ধন্যবাদ আপনাকে।