You are viewing a single comment's thread from:

RE: ABB Contest-55 | আমার তৈরি ইফতারিতে চিকেন চিজ বান, ফ্রুটস মিল্ক পুডিং সহ চারটি রেসিপি।

in আমার বাংলা ব্লগ8 months ago

এবিবি কনটেস্ট ৫৫ তে তোমার অংশগ্রহণ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই প্রতিযোগিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তুমি চারটা রেসিপি তৈরি করেছ দেখে ভালো লেগেছে। চিকেন চিজ বান, ফ্রুটস মিল্ক পুডিং, জুস এবং টমেটো এগ অলমেট রেসিপি ইফতারের সময় এত বেশি ভালো লেগেছিল খেতেহ যার স্বাদ মনে হচ্ছে এখনো মুখে লেগে রয়েছে। এত বেশি সুস্বাদু হয়েছিল এগুলো ফ্যামিলির সবাইও খুব মজা করে খেয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Sort:  
 8 months ago 

আসলে এই চারটা রেসিপি অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর খুবই মজা করে খেয়েছি। আমার নিজের কাছে খুব ভালো লেগেছিল খেতে।