You are viewing a single comment's thread from:

RE: শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ 🎂❤️🎉|| Happy Birthday ABB community 🤞

in আমার বাংলা ব্লগlast year

দাদা আমাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমরা দুঃখ, কষ্ট, সুখ, নিজেদের ভিতরে থাকা আবেগ অনুভূতি সব কিছুকেই প্রকাশ করতে পারি। দাদা নিজের সবকিছু দিয়ে এই কমিউনিটিকে আগলে রেখেছে। দাদাকে যতই কৃতজ্ঞতা জানাই না কেন ততই কম হবে। সব সময় যেন আমরা সবাই পরিবারের মত একসাথেই এখানে থাকতে পারি এরকমটাই কামনা করি। এটা শুধু আমাদের অর্থ উপার্জনের স্থান না, আসলেই এখন অনেক বড় একটা পরিবার হয়ে গিয়েছি। আগামী দিনগুলোতেও যেন আমরা সবাই এক সাথে থাকি এরকমটাই প্রত্যাশা।

Sort:  
 last year 

অনেক ধন্যবাদ আপু।
ইনশাআল্লাহ আমরা এখানে মিলেমিশে থেকে দীর্ঘদিন কাজ করতে পারবো। দোয়া রইল।