সব সময় যেহেতু খাওয়া হয় না, তাই মাঝেমধ্যে বেশি খেলেও আমি মনে করি সমস্যা নেই। হা হা হা। এরকম ভাজা পোড়া জাতীয় খাবার গুলো দেখলে কেউই পারে না লোভ সামলিয়ে রাখতে। খাবার গুলো দেখে তো আমার নিজেরই খেয়ে নিতে ইচ্ছে করছে। মজাদার খাবারগুলো তো খেয়েছিলেন সবাই মিলে, এখন আমাদেরও লোভ লাগিয়ে দিলেন। প্রত্যেকটা খাবার দেখেই বুঝতে পারছি অনেক মজাদার ছিল।
আশেপাশে ভাজাপোড়া খাবার পেলে খেয়ে নিতে পারেন আপু, তবে পরিমাণে কম খেয়েন।