You are viewing a single comment's thread from:
RE: নাটক রিভিউঃ " মি এবসেন্ট মাইন্ডেড (mr absent minded)"
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট পড়লাম আজকে। যে নাটকটার পুরো কাহিনী আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তো নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। অপূর্ব এবং তটিনির নাটক আমি একটু বেশি পছন্দ করি দেখতে। তবে এই নাটকের শেষটা অনেক বেশি সুন্দর ছিল। আমি তো অবশ্যই চেষ্টা করবো এই নাটকটা দেখার জন্য।
জি আপু, নাটকটা দেখলে আশা করি উপভোগ করতে পারবেন 🌸