আসলে একটা মানুষ সব কিছুর থেকে মানুষকে চিনতে সব থেকে বেশি ভুল করে থাকে। আসলে মানুষ চেনা একেবারে দায়। এই পৃথিবীর মানুষগুলো মুখোশধারী। কে আসলে কি রকম এটা আমরা কেউই বুঝতে পারি না। কিন্তু কখনো না কখনো ওই মানুষটাকে আমরা ঠিক চিনতে পারি। বাস্তবিক একটা বিষয় নিয়ে খুব সুন্দর করে লিখেছেন এই পোস্ট।