রোজার দিন ইফতারের সময় যদি ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়া হয়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে এই পুডিং তৈরি করেছেন। আপনার তৈরি করা মজাদার পুডিং দেখে খুব লোভ লাগলো আমার। দেখে বোঝাই যাচ্ছে কতটা মজাদার ছিল এই পুডিং। এটা দেখে যে কেউ কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারবে।
হ্যাঁ আপু সারাদিন রোজা রেখে এরকম প্রাণ ঠান্ডা করা পুডিং খেলে খুবই ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।