আপনার লেখা এই গল্পের প্রথম পর্বটা অনেক সুন্দর ছিল। আর আমার কাছেও পড়তে অনেক ভালো লেগেছে। আসিফ তো দেখছি সবগুলো ম্যাথ করা সত্ত্বেও খাতা দেখাতে পারলো না স্যারকে, কারণ সে খাতাটা রেখে এসেছে। এখন দেখা যাক গণিত স্যার তাকে কি করে। আর রাকিবের ওই গরম কথাটাও শোনার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করি আপনি তাড়াতাড়ি শেয়ার করবেন পরবর্তী পর্বটা।
জি আপু পরের পর্বটা খুব শীঘ্রই প্রকাশ করবো।