পালকি গল্পটার প্রথম পর্ব পড়া হয়েছে। আর আজকে এই গল্পের দ্বিতীয় পর্বটা পড়ে অনেক ভালো লাগলো। রাকিব দেখছি গরম খবরটা অবশেষে দিয়েছে। তাও আবার সরাসরি একটা প্রপোজালের কথা। অন্যদিকে মিনহাজ স্যারের প্রাইভেটে এসে কেন ও থ হয়ে গেলো, এগুলো জানার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি তাড়াতাড়ি পরবর্তী পর্ব শেয়ার করবেন।
জি আপু পরের পর্বটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ধন্যবাদ আপু আজকের পর্বটি পড়ার জন্য।