সুন্দর একটি থ্রী ডি আর্ট অঙ্কন

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240327_014349.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে একটি থ্রিডি আর্ট শেয়ার করব । অনেকদিন পরে এই আর্ট করতে বসেছি । থ্রিডি আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে তবে সময় এর অভাবে করে উঠতে পারছি না । ইদানিং রোজার ভিতর তো একেবারে কোন কিছু করা হয় না তারপরও মাঝে মাঝে চেষ্টা করি । আজকে যখন এই আর্টটি যখন অনেকদিন পরে দেখলাম তখন মনে হল যে এত সুন্দর একটি আর্ট আমাকে তো করতেই হবে । তারপর ঝটপট আর্ট করতে বসে গেলাম । তবে অনেক বেশি সময় লেগেছে । সকালে কিছুটা করেছি এবং রাতের বেলা আবার বাকিটা কমপ্লিট করেছি । আঁকার পরে খুবই সুন্দর লেগেছে । এখন আমি আমার থ্রিডি আর্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
পেন্সিল
ইরেজার
স্কেল
কালোকলম
কালো পেন্সিল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240327_014216.jpg20240327_014156.jpg
20240327_014133.jpg20240327_014116.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে ১৪ ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি । সব সাইডে ১৪ ইঞ্চি করে মাপ দিতে হবে । এরপর ০.৫ ইঞ্চি করে প্রত্যেকটা দাগে ছোট ছোট করে ফোটা দিয়ে নিয়েছি । এভাবে করে ৪ পাশে ফোটাগুলো দিয়ে নিয়েছি । তারপর একটা ফোটার থেকে আরেকটা ফোটা দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি ।

20240327_014102.jpg20240327_013939.jpg
20240327_013921.jpg20240327_013848.jpg

এরপর অন্যপাশ থেকে ফোটা গুলো দাগ দিয়ে দাগ দিয়ে একটার সাথে মিলিয়ে দিয়েছি । তারপর মাঝখানে কোনাকুনি করে দুই পাশে দুটো দাগ দিয়েছি । এরপর দুই সাইডে ছোট ছোট করে দুটো দাগ দিয়েছি । এই দাগগুলো আমি ৪ ইঞ্চি সেন্টিমিটার করে মাপ দিয়ে নিয়েছি । এরপর দুই পাশে বড় করে দুটো দাগ দিয়েছি । এই দাগ দুটো মাঝখানের কোণার থেকে মিল করে দাগ গুলো দিয়েছি ।

20240327_013834.jpg20240327_013813.jpg
20240327_013757.jpg20240327_013741.jpg

এরপর কোণার দিকের কিছু কিছু দাগ আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে ডিপ করে দিয়েছি । এরপর অন্য পাশে একই রকম ভাবে দাগিয়ে নিয়েছি । তারপর চারপাশ দিয়ে এভাবে দাগাতে দাগাতে দেখুন প্রত্যেকটা সাইডে সুন্দর ঘরের মতো তৈরি হয়েছে ।

20240327_013727.jpg20240327_013704.jpg
20240327_013647.jpg20240327_013630.jpg

এখন কিছু কিছু ঘর কালো কলম দিয়ে দাগিয়ে ভরে দিতে হবে । ঘরগুলো ভরার আগে আমি পেন্সিল দিয়ে আগে দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিয়েছি তারপর ভরতে শুরু করেছি । দেখুন এক সাইডের কিছু অংশ কালো কলম দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি । তারপর একইভাবে অন্য সাইডেও দাগ দিয়ে ভরে দিয়েছি । এরপর অন্য পাশ দিয়েও আবার দাগাতে দাগাতে দুই পাশ ভরে ফেলেছি ।

20240327_013615.jpg20240327_013555.jpg
20240327_013533.jpg20240327_013504.jpg

এরপর কোনার সাইডের যে অংশগুলো ফাঁকা ছিল সেগুলো একটা ঘর বাদ দিয়ে অন্য ঘরটা দাগিয়ে দাগিয়ে ভরে দিয়েছি । এভাবে একটা বাদ রেখে রেখে প্রত্যেকটা ঘর আমি ভরে দিয়েছি । সম্পূর্ণ ঘর গুলো কালো কলম দিয়ে ভরাট করা হয়ে গেলে পেন্সিলের বাড়তি দাগ গুলো ইরেজার দিয়ে মুছে নিয়েছি । এরপর কিছু কিছু দাগের সাইড দিয়ে আবার কালো পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে একটু ডিপ করে আবার হাত দিয়ে মুছে মুছে সমান করেছি । এটা করেছি থ্রিডি ভাব আনার জন্য ।এরপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি । দেখতে পাচ্ছেন কত সুন্দর থ্রিডি একটি আর্ট হয়েছে ।

20240327_013448.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 months ago 

যেকোনো আর্টের ফাইনাল আউটপুট দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর ভাবে থ্রিডি আর্ট অঙ্কন করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে আপু। এ ধরনের থ্রিডি আর্ট করতে বেশ সময়ের প্রয়োজন হয়। অনেক সুন্দর একটি পোস্ট ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last month 

ঠিকই বলেছেন থ্রি ডি আর্টের ফাইনাল আউটপুট টাই আসল এবং সুন্দরভাবে ছবি তুলে সেটাকে ফুটিয়ে তুলতে পারলেই সুন্দর একটি থ্রিডি আর্ট দেখতে পাওয়া যায় ।

 2 months ago 

অনেক সুন্দর একটি আর্ট দেখতে পারলাম আপনার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে। এই জাতীয় আর্ট গুলো করা বেশ কঠিন। তবুও আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই কার্যক্রম দেখে।

 last month 

আমার আর্টটি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

 2 months ago 

সময়ের অভাবে এমন পোস্ট আমিও করতে পারি না।তবে শুধু সময় না অনেক ধৈর্যের ও প্রয়োজন। সেটাও আমার নেই। আপনার এই দুইটি গুণের জন্য আমরা এত সুন্দর সুন্দর থ্রিডি আর্ট পাই। আজকের আর্ট টাও অনেক সুন্দর হয়েছে। দেখে চোখ ধাধিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর থ্রিডি আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

আমিও সময় করে উঠতে পারি না তবে মাঝে মাঝে চেষ্টা করি করার জন্য ।

 2 months ago 

রোজার মধ্যে কমবেশি আমাদের সবারই ব্যস্ততা বেড়ে যায়। থ্রিডি আর্টগুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে। তবে আমি খুব একটা থ্রিডি আর্ট গুলো করি না। আপনার আজকের আর্ট টি দেখে মুগ্ধ হলাম আপু। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি করেছেন। ধন্যবাদ আপু।

 last month 

ঠিকই বলেছেন অন্য সময়ের থেকে রোজার ভেতরে ব্যস্ততা অনেক বেড়ে যায় । তারপরও তো কাজ করে যেতে হবে । ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ।

 2 months ago 

আপনি আজকে অনেক সুন্দর একটি থ্রি ডি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে থ্রিডি আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। এবং খুবই সাবধানতার সঙ্গে অঙ্কন করতে হয়। আপনি অঙ্কনের প্রক্রিয়াটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমার আর্টটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো আপু ।

 2 months ago 

বেশ দারুন একটি থ্রিডি অঙ্কন করেছেন। এই কাজগুলো করতে বেশ কষ্ট করতে হয়। প্রচুর দক্ষতা ও সময়ের প্রয়োজন হয়। আপনি নিজের দক্ষতা খাটিয়ে দারুন ভাবে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা করার প্রক্রিয়াগুলি বেশ সুন্দর ছিল। ধাপগুলি বুঝতে খুব সহজ হয়েছে আমার। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

আসলে এ কাজটি করতে অনেক কষ্ট ও সময় লেগেছে ।তারপরও জিনিসটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি ।

 2 months ago 

এরকম থ্রিডি আর্ট গুলো দেখতে আমার কাছে সত্যি খুব। আপনি অনেক সময় এবং ধৈর্য সহকারে এই থ্রিডি আর্ট করেছেন। দেখে বোঝা যাচ্ছে আপনার অনেক সময় লেগেছিল আর্ট তৈরি করতে। আর্ট তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি পোস্ট দেখতে পেরে খুব ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 months ago 

সুন্দর একটি থ্রিডি আর্ট অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনি চমৎকার চমৎকার থ্রিডি আর্ট আমাদের মাঝে প্রায়ই শেয়ার করে থাকেন। আজকের টি ও অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আমার আর্ট গুলো আপনার কাছে মাঝে মাঝে ভালো লাগে শুনে খুশি হলাম ।আপু ধন্যবাদ ।

 2 months ago 

খুব চমৎকার একটি থ্রিডি চিত্র অংকন করেছেন আপনি খুবই চমৎকার লাগছে দেখতে আপনার আকা থ্রিডি চিত্র টা । ধাপ গুলো সুন্দর করে তুলে ধরেছেন শুভ কামনা রইলো আপনার জন্য ।

Posted using SteemPro Mobile

 last month 

আমার থ্রিডি আর্টটি চমৎকার লেগেছে শুনে খুবই ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61113.33
ETH 2927.99
USDT 1.00
SBD 3.69