এই মৃত্যুর দায় নেবে কে?

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


প্রতিদিনের মতো পত্রিকার পাতায় খবর দেখতে গিয়ে আজও একটি খবর দেখতে পেলাম। যেটা দেখে বেশ খারাপ লেগেছে। খবরটা ছিলো এমন নির্মাণাধীন এক বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছিল বেসরকারি চাকরিজীবী এক সাধারণ মানুষ। হঠাৎ করে উপর থেকে রড পড়ে লোকটি নিহত হয়। চিন্তা করে দেখুন যে মানুষটি মারা গিয়েছে তার স্ত্রী ছিলো, সন্তান ছিলো, বাবা-মা ভাই-বোন সবই ছিলো। আর দুদিন পরেই ঈদের ছুটি। সকলেই হয়তো তার জন্য বাড়িতে অপেক্ষা করে বসে রয়েছে। কিন্তু নির্মাণাধীন ভবনের মালিকের গাফিলতির জন্য আজকে সেই লোকটি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলো। এই ঘটনা এবারই প্রথম ঘটেছে তা নয়। এই ধরনের ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে থাকে। কিন্তু তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে না কখনোই।

IMG_20240401_095529.jpg

যখনই এই ধরনের ঘটনা ঘটে তারপরে কিছুদিন তোড়জোড় লক্ষ্য করা যায়। তারপর আবার সেই আগের মত সবকিছু চলতে থাকে। আমাদের দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করতে পারে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার পেছনে ঢাকা খরচ করতে তাদের বড্ড অনিহা। বাড়ির মালিকের কাছে জিজ্ঞেস করলে সে বলবে কনস্ট্রাকশন সাইটের দায়িত্বে যে ছিল তাদের দাফিলতির জন্য এটা হয়েছে। কিন্তু এটা আমি মানতে নারাজ। কারণ মূল যে মালিক তারই সমস্ত কিছু দেখাশোনা করা উচিত ছিলো। যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তারা সঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব ও তার। বিল্ডিং নির্মাণের কারণে অন্য কারো যাতে ক্ষতি না হয় সেটাও তাকেই নিশ্চিত করতে হবে।


আমরা যখন রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি তখন হর হামেশাই এমন নির্মাণাধীন বিল্ডিং দেখতে পাই। যেগুলোতে কোনরকম নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় না। এরকম নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যেতে আমার খুবই ভয় লাগে। আমি এই জন্য চেষ্টা করি এই সমস্ত বিল্ডিং থেকে কিছুটা দূর দিয়ে চলাফেরা করতে। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। অনেক সময় ঝুঁকি নিয়ে হলেও এই সমস্ত বিল্ডিং এর কাছ দিয়ে চলাফেরা করতে হয়। তাই এ সমস্ত অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে বাঁচার জন্য কর্তৃপক্ষের কঠোর নজর দাড়ির বিকল্প নেই। যে স্থানে যে কর্তৃপক্ষের এগুলো নজরদারি করার কথা তাদেরকে কঠোরভাবে দেখাশোনা করতে হবে। কোনো ভবনের মালিক বা কনস্ট্রাকশন সাইটের মালিক যদি তার সাইটের নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে তাকে জেল জরিমানার বিধান রেখে আইন পাস করতে হবে। আর যদি আইন থাকে তাহলে সেটার কঠোরভাবে প্রয়োগ করতে হবে। তাহলেই যদি তাদের টনক নড়ে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---


ধন্যবাদ

Sort:  
 14 days ago 

যখন কেউ উচ্চ স্থানে অবস্থান করে সমাজের মধ্যে তখন তাদের মধ্যে অধিকাংশই নিম্ন শ্রেণীর লোকেদের তেমন একটা গুরুত্ব দিয়ে চলে না। যেমন ধরেন যে লোকটি বিল্ডিং নির্মাণের জন্য কাজ শুরু করেছিলেন যদি ওই লোকটি তার বিল্ডিং নির্মাণে নিজেই দেখাশোনা করত বা কর্মীদের কঠোর দিত যদি কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে তাদেরকে ছাড়বে না। তাহলে হয়তো বা আজকে নিহত সেই ব্যক্তির পরিবার অসহায় হয়ে যেত না। আর আমাদের দেশের আইন সেবা হচ্ছে কিছুদিন হাঙ্গামা চলবে এই বিষয়টাকে নিয়ে তারপর আবার সব শান্ত হয়ে যাবে। আমি মনে করি এই জাতীয় কাজগুলোর জন্য মালিকপক্ষকে কঠিন শাস্তি প্রদান করা উচিত যাতে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে।

 13 days ago 

নিরাপত্তা ব্যবস্থার পেছনে ঢাকা খরচ করতে তাদের বড্ড অনিহা।

একেবারে যথার্থ বলেছেন ভাই। নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যেতে আমার খুবই ভয় লাগে। আমাদের দেশের কনস্ট্রাকশন সাইট গুলোতে সেফটি একেবারেই মানা হয় না। এতে করে কাজ করা অবস্থায় অনেক দুর্ঘটনা ঘটে। বিল্ডিং নির্মাণ করার সময় অবশ্যই মালিকপক্ষের উচিত নিরাপত্তা নিশ্চিত করা। আর এই ব্যাপারে কর্তৃপক্ষের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68118.27
ETH 3793.84
USDT 1.00
SBD 3.46