রেনডম ফটোগ্রাফি পোস্ট
উপরের ছবিতে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা সুইচগেট। সুইচগেটের উপর দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। এই সুইচগেটটি আমাদের শহরের নতুন তৈরি করা হয়েছে। এখন প্রতিদিন বিকালে এখানে প্রচুর দর্শনার্থী ভিড় জমায়। কারণ বর্ষাকালে এখানকার প্রাকৃতিক পরিবেশ থাকে খুবই সুন্দর।
যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। তখন এই লোকটিকে দেখতে পেলাম। দেখলাম তিনি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। আমি সেখানে দাঁড়িয়ে থাকতে লোকটি আরও কয়েকবার জাল ফেলেছিলো পানিতে। যদিও সে খুব একটা বেশি মাছ ধরতে পারেনি।
সুইচগেটের ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখি কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানি অনেক বেড়ে গিয়েছে। আমি তিন চারদিন আগেও যখন নদীর পাড়ে এসেছিলাম। তখন দেখেছিলাম নদীর পানি দ্রুত কমে যাচ্ছিলো। এখন আবার এসে এতো পানি দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ক্যামেরা- হুয়াই নোভা টু আই
স্থান-ফরিদপুর
আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে নদীতে মাছ মারার দৃশ্য চমৎকার লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সকালবেলায় বাহিরে হাঁটতে বের হয়ে দারুন ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। আর এত সুন্দর প্রকৃতি দেখে তোর মুগ্ধ হয়েছি। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে।