ছোটবেলা বড্ড সুমধুর

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার মনে হয় ছোটবেলার মতো সুমধুর সময় আমাদের জীবনে আর কখনোই আসে না। এবং এই সময়টা যখন আমরা ফেলে আসি।

তখন আমরা বারবার আফসোস করতে থাকি যে, সেই সময় গুলো কেনো ফেলে আসলাম। তা নিয়ে কেনো তখন আমরা মোটেও উপলব্ধি করতে পারি না? যে সময় এগুলো সত্যি কতটা সুন্দর ছিলো।

আমরা যদি ছোটবেলায় উপলব্ধি করতে পারতাম যে আমরা সেই সময়ে আমাদের বেস্ট সময় গুলো কাটিয়ে আসছি জীবনে। তখন হয়তো আমরা সেই সময় গুলো আরো বেশি উপভোগ করতে পারতাম। কিন্তু আমরা ছোটবেলায় শুধু এটাই ভাবতাম যে কখন বড় হবো।

বিশেষ করে আমার একটা মজার ব্যাপার হলো। আমি প্রায় সময় ভাবতাম যে কখন অন্তত এতোটুকু বড় হবো যে দরজার ছিটকিনিটা নিজে লাগাতে পারবো।

কিন্তু এখন সেই দরজার ছিটকিনিটা ঠিক হয়ে লাগাতে পারি। কিন্তু লাগানোর আর প্রয়োজন পরে না। কারণ এখন যতো বড় হচ্ছে ততোই যেনো একলা হয়ে পরছি। তাই আমার কাছে মনে হয়, ছোটবেলা সত্যিই খুব সুমধুর ছিলো।
Sort:  
 12 days ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ছোটবেলার সময়টা যতটা মধুর হয় এরকম মধুর সময় জীবনে আর আসে না। আমিও আপনার মতো দরজার সিটকিনি দেওয়ার চিন্তাটা ছোটবেলায় করেছিলাম। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

আপনার পোস্টটি পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও আপনার মতো ভাবতাম কবে দরজার ছিটকিনি একা লাগাতে পারবো, কেননা ছোট বেলায় দরজায় কেউ নক করলেই দৌড় দিতাম আগে দরজা খোলার জন্য কিন্তু ছোট হওয়ার চেয়ার টেনে এনে দরজা খুলতে খুলতে বাসার বড়রা দরজা খুলে দিত।
ধন্যবাদ আপনার ছোট বেলার কথা শেয়ার করার জন্য

 8 days ago 

জি একদম মনের কথা বলেছেন। ছোটবেলার মতো স্মৃতি মধুর এবং এত শান্তির সময় আর ফিরে আসবেনা। ছোটবেলায় চিন্তা করতাম কবে বড় হবো। এখন বড় হয়ে আফসোস করি ছোটবেলায় ভালো ছিলাম। বড় হতে হতে নিজেকে কিছুটা একলা পান মনে হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 8 days ago 

আমি প্রায় সময় ভাবতাম যে কখন অন্তত এতোটুকু বড় হবো যে দরজার ছিটকিনিটা নিজে লাগাতে পারবো।

বাহ্! ব্যাপারটা তো বেশ মজার ছিলো। এটা নিঃসন্দেহে বলা যায় ছোটবেলা আমরা জীবনের শ্রেষ্ঠ সময় পার করেছি। কারণ তখন আমাদের কোনো টেনশন ছিলো না। সারাক্ষণ হৈ-হুল্লোড় করতাম এবং বিভিন্ন ধরনের খেলা খেলতাম। তাইতো আমরা সবাই বড় হওয়ার পর, বারবার ছোটবেলার মধুর স্মৃতিতে হারিয়ে যাই। আর বারবার এটা ভাবি যে,যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61473.25
ETH 2969.27
USDT 1.00
SBD 3.48