ক্ষণস্থায়ী জিনিষে মায়া বেশি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনটা যেহেতু অসম্ভব ক্ষণস্থায়ী। তাই আসলে আমরা আমাদের জীবনের প্রতি অতিরিক্ত মায়া করে ফেলি। আর তার চেয়েও বড় কথা একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন। আমাদের জীবনে যে জিনিসটার স্থায়িত্ব খুবই কম। অর্থাৎ স্থায়িত্বকাল একেবারে নগণ্য বললেই চলে। সেই জিনিসের প্রতি আমাদের প্রেম, ভালোবাসা, মায়া যাই বলি না কেনো। সেটা একটু বেশিই থাকে।

মানুষ বলে, যে ল মানুষটা জীবনে খুব কম সময়ের জন্য আসে। সেই মানুষটার প্রতি একটু বেশিই মায়া জন্মে যায়। আমার কাছেও মনে হয় যে ব্যাপারটা সত্যিই একেবারে সঠিক। দেখবেন যে মানুষটা খুব দ্রুতই আপনার জীবন থেকে চলে যাবে। সেই মানুষের প্রতি আপনার ভালবাসাটাও অনেক বেশি থাকবে।

হয়তো কম সময় থাকবে বলেই মায়াটা বেশি পরে যায়। কিন্তু সেই মায়া কাটাতে একটা মানুষের সারা জীবনও হয়তো লেগে যায়। আর সে হয়তো তার জীবন দিয়েও সেই মায়াটা কাটিয়ে উঠতে পারে না।
Sort:  
 16 days ago 

পৃথীবিতে সবই মায়া। মায়ার জালে জড়ানো আমরা। আপনি ঠিকেই বলেছেন,ক্ষণস্থায়ী জিনিষে মায়া বেশি। এর সাথে দ্বিমত করার সুযোগ কম। সংক্ষিপ্ত হলেও সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 16 days ago 

একেবারে যথার্থ বলেছেন আপনি। ক্ষণস্থায়ী জিনিসের প্রতি আমাদের মায়া সবসময়ই বেশি থাকে। তবে মায়া জিনিসটা খুব খারাপ। ভুল মানুষের প্রতি অতিরিক্ত মায়া হয়ে গেলে,জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। সুতরাং যার তার সাথে মায়ায় জড়ানো উচিত নয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 62233.47
ETH 2998.30
USDT 1.00
SBD 3.50