বছরের প্রথম দিন বই উৎসবের বিষয়টি আমার খুবই ভালো লাগে! কেমন একটা আনন্দ বাচ্চাদের মাঝে! নতুন বই এর ঘ্রাণ নেয়ার কী যে আনন্দ! আহা! আপনার পোষ্ট পড়তে পড়তে ছোটবেলার দিনগুলির কথা মনে পড়ে গেলো! তবে আপনি আগে ভাগেই ইউনিক নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করেছিলেন বলে ভালোভাবেই ঝামেলা ছাড়া বই পেয়েছেন জেনে ভালো লাগলো।
এটা ঠিক ইউনিক আইডি করার ফলে সবকিছু তাড়াতাড়ি করতে পেরেছি।