শুক্রবার মানুষ যারা বের হয়, তার বেশির ভাগ ই বুঝি মেট্রোতেই জলদি হবে ভেবে মেট্রোতে ভীড় করে! অবশ্য টিকিট কাউন্টার গুলো যদি সচল থাকতো, তবে কিন্তু আসলেই অনেক জলদি পৌঁছাতে পারতেন! কতৃপক্ষের উদাসীনতা জনমানুষের ভোগান্তি বাড়িয়ে দেয়!! মেট্রোতে কত মানুষের উপকার হচ্ছে, তবে টিকিটের সমস্যাই দিনের পর দিন ঠিক হচ্ছে না!