এমন নদীর ঘাট এ একটা শান্ত বিকাল কাটানো ভীষণ প্রশান্তির! আমারো ভীষণ মন শান্ত হয়ে যায় নদীর পাড় এ গেলে। আর লাইফে কেউ ই যার যার অবস্থান নিয়ে ফুলফিল খুশি থাকতে পারে না ভাই। সকলের জন্যই এটাই সত্য। সবারই কোনো না কোনো বিষয় নিয়ে আক্ষেপ বা হতাশা থাকেই সবসময়ই, সব পরিস্থিতিতেই।